আমাদের কথা খুঁজে নিন

   

যা কিছু লালন করেছি বুকে

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

যে স্বপ্ন লালন করছি বুকে এত দিন
তার একটু আধটু পূর্ণতা দেখে আপ্লুত হই প্রতিনিয়ত,
অপেক্ষা আমাকে দু'হাত ভরে দিবে ভাবিনি ।
যা কিছু আজ আমার, সবকিছু তোমাকে ঘিরেই,
তোমার এমন ভালোবাসার সাগরে
নিজেকে এক ফোটা জল মনে হয় এখন,
কই আমি তো তোমার মত করে ভালোবাসতে পারি না?
তোমার মত মমতায় ঘেরা চিঠি লিখতে পারি না,
তোমার ভালোবাসা আমাকে কাপিয়ে গেল তুমুল,
আমি এর প্রতিদান কিভাবে দিই বলো?

কাছে এসো বিশাল একখানা মুক্ত আকাশ দিবো,
যে আকাশ লালন করেছি বুকে এত দিন ।

কাছে এসো বুক পেতে দিবো,
যা কিছু লালিত বুকে, উজাড় করে দিবো তার সবই
ভালোবেসে কাঙ্গাল হবো,
তোমার হাতে হাত রেখে কাটিয়ে দিবো বাকিটা জীবন ।





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।