নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, কুয়াশা কেটে যাওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নৌপথে পারাপার চালু করা হয়।
এর আগে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১২টা থেকে এই পথে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল।
পারাপার চালুর পরপরই রাত থেকে পদ্মা নদীর মাঝখানে নোঙ্গর করে রাখা যাত্রীবাহী রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জাহাঙ্গীর, শাহ মখদুম এবং কে টাইপ ফেরি কনকচাঁপা, কলমিলতা, কাকলী ও ডাম্প ফেরি থোবাল, টাপুল, লেনটিংসহ মোট নয়টি ফেরি গন্তব্যে রওনা দিয়েছে।
সেইসঙ্গে পারাপারের অপেক্ষায় দুই ঘাটে দাঁড়িয়ে থাকা পারিবহনের লাইনও কমে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।