আমাদের কথা খুঁজে নিন

   

‘দেশ গিলতে দুই স্বৈরাচার আজ এক’

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় তিনি বলেন, “আজ এই দুই স্বৈরাচার এক হয়ে দেশটাকে গিলতে বসেছে। ”

“তাদের (আওয়ামী লীগ) কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে, তারা সন্ত্রাসীদের সরকার। এরা স্বৈরাচারের চেয়েও বেশি স্বৈরাচার। তারা স্বৈরাচারের বাপ। ”

শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালে উৎখাত হওয়া এইচ এম এরশাদের জাতীয় পার্টির আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিল।

বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে খালেদার দলের আসন এবার নিয়েছে জাতীয় পার্টি।  

খালেদা বলেন, “১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের অধীনে শেখ হাসিনা জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে গিয়েছিলেন। তখন এরশাদে সরকারে হাসিনা বিরোধী দলে ছিলেন। এবার এরশাদ তার প্রতিদান দিয়েছে। ”

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এরশাদের বারবার  সিদ্ধান্ত বদল এবং পরে নাটকীয় অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াকে ‘নাটক’ আখ্যায়িত করেন বিএনপি চেয়ারপারসন।

 

“নির্বাচনের সময়ে এরশাদ বহু নাটক দেখালেন। অনেকে বলে, এরশাদ বন্দি ছিলেন। যদি বন্দি থাকেন, তাহলে কেন তিনি সিএমএইচএ গেলেন। গলফ খেলেন কিভাবে?”

“আমাকে বন্দি করে রাখা হয়েছিল। আমাকে আমার কর্মসূচিতে যেতে দেয়নি।

আমি বাসা থেকে বেরুতে পারিনি। আর এরশাদ বাসা থেকে বেরিয়ে সিএমএইচে গেলেন, গলফ খেলেন প্রতিদিন। এই পাতানো খেলা দেশের মানুষ বুঝে গেছে। ”

আওয়ামী লীগের গত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খালেদা বলেন, “দুই-একজন উপদেষ্টা ছাড়া সব উপদেষ্টাদের অনেক কেলেঙ্কারি আছে। মন্ত্রীদের অনেকের কেলেঙ্কারির ঘটনা আছে।

“সরকারকে বলব, এর হিসাব নিন। হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে তারা হল। ”

বিদেশে অর্থপাচার নিয়ে ছেলের বিরুদ্ধে আদালতের রায় ধরে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার পাল্টায় সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিএনপি চেয়ারপারসন।   

“বিদেশে অর্থপাচার এই সরকারের লোকজন করছে। সব কিছুর হিসাব আমাদের কাছে আছে।

জনগণকে বলব, এদের দুর্নীতির বিষয়ে সজাগ ও সর্তক থাকেন। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।