আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন পরিচালক হান্নান

চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হান্নান আর নেই। গতকাল রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল (ইন্না...রাজেউন) করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে লঞ্চযোগে রওয়ানা দেন তিনি। সঙ্গে তার কন্যা ও জামাতা ছিলেন। রাতে বুকে ব্যথা অনুভব করেন।

কিছুক্ষণের মধ্যেই মারা যান। পরে রাতেই তার মরদেহ ফিরতি লঞ্চে ঢাকা নিয়ে আসা হয়।

মিরপুর-১০ নম্বরের বাসভবনে মোহাম্মদ হান্নানের মরদেহ রাখা হয়েছে। দুপুর ১২টায় এফডিসিতে জানাজার পর বরিশালের পিরোজপুরে দাফন করা হবে বলে জানা গেছে।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান '৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য প্রাণের চেয়ে প্রিয়, বিদ্রোহী চারিদিকে, শিখণ্ডী কথাসহ উল্লেখযোগ্য বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন মোহাম্মদ হান্নান। চলচ্চিত্রের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।