আমাদের কথা খুঁজে নিন

   

৩০ বছরে ম্যাকিনটশ

আগামী ২৪ জানুয়ারি অ্যাপলের ম্যাকিনটশ পা রাখছে ৩০ বছরে। এই ম্যাকিনটশ কম্পিউটারের মাধ্যমে বদলে গিয়েছিল পার্সোনাল কম্পিউটারের সংজ্ঞা।

সময়ের স্রোতে জনপ্রিয় ম্যাকিনটশের আকার, আকৃতি এবং কার্যক্ষমতায় এসেছে নানা পরিবর্তন, প্রযুক্তিবিশ্বকে এগিয়ে নিতে বাজারে বিভিন্ন সময় এসেছে এর নিত্যনতুন মডেল।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল তুলে ধরেছে ম্যাকিনটশ কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ মডেল। ম্যাকিনটশের যার বর্তমান নাম 'ম্যাক' এর এ মডেলগুলোর মধ্যে রয়েছে লিসা,ম্যাকিনটশ এক্সএল,ম্যাকিনটশ ১২৮কে, ম্যাকিনটশ ৫১২কে, ম্যাকিনটশ প্লাস, ম্যাকিনটশ পোর্টেবল, পাওয়ারবুক, আইম্যাক, আইম্যাক জি৪, ম্যাকবুক, ম্যাকবুক এয়ার, বর্তমান আইম্যাক ইত্যাদি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।