অল নিপ্পন এয়ারওয়েস একটি বিজ্ঞাপন এনেছিল সংস্থার প্রচারের জন্য। বিজ্ঞাপনটিতে দেখা যায় বাদামি চুলের লম্বা নাকওয়ালা পাইলট কথা বলছেন ইংরাজিতে। আর নিচে সাব টাইটেল দেওয়া হয়েছে জাপানি ভাষায়। এতে 'ইংলিশ ম্যান'-দেরকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এদিকে, আন্তর্জাতিক স্তরে নিজেদের সেবার প্রচারই ছিল বিজ্ঞাপনের লক্ষ্য। কিন্তু জাতিগত ভাবাবেগে আঘাত লাগায় বিপাকে পড়তে হলো সংস্থাটিকে। সরাতে হল জাপানি বিমান সংস্থার বিজ্ঞাপনটি। গতকাল মঙ্গলবার ক্ষমাও চাওয়া হয়েছে অল নিপ্পন এয়ারওয়েস কর্তৃপক্ষের পক্ষ থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।