আমাদের কথা খুঁজে নিন

   

তবু তুমি ভাবলে আমায় বন্য // শাফিক আফতাব //



ফোটায় ফোটায় রক্ত দিলাম, ভালোবাসার জন্য
তবু তুমি ভাবলে আমায়, বন্য
তিলতিল করে গড়িয়ে তোমায় করলাম, তিলোত্তমা
তবু তুমি হলেনা, উপমা।
বিন্দু বিন্দু জলকণাতে, সিন্ধু করেছি প্রেমের
তবু তুমি ভালোবাসলে না, ঢ়ের।

মিনিটসেকেন্ড অপেক্ষাতে অব্দ কেটে গেলো
তবু তুমি থাকলে, অগোছালো।
তোমার জন্য প্রাণ দিলাম, ধান দিলাম, সিন্নি দিলাম ;
তবু, প্রেম হলেনা, থেকেই গেলে কাম।

তোমার জন্য অপেক্ষাতে কাল হয়েছি নিজে
তবু এলেনা পুলক জলে ভিজে
ফোটায় ফোটায় রক্ত দিলাম ভালোবাাসার, জন্য
তবু তুমি ভাবলে আমায় বন্য।
২২.০১.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।