আমাদের কথা খুঁজে নিন

   

শেষ চারে নাদালের মুখোমুখি ফেদেরার

অনেক দিনের প্রবল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করার পথে একটা প্রতিশোধও নিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী। ঠিক এক বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াইয়ে মারের কাছে হার মেনেছিলেন ফেদেরার। মেলবোর্ন পার্কে পরের লড়াইয়ে প্রতিশোধ নিতে ভুল হয়নি সুইস তারকার।

রড লেভার অ্যারেনায় প্রথম সেটে পাত্তাই পাননি উইম্বলডন চ্যাম্পিয়ন মারে। চতুর্থ গেমে মারের সার্ভ ‘ব্রেক’ করে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া ফেদেরার সেটটা শেষ করে দেন মাত্র ৩১ মিনিটে।

প্রথম সেটে ফেদেরারের ৭৬ শতাংশ প্রথম সার্ভিস ছিল নিখুঁত।

দ্বিতীয় সেটেও তেমন লড়াই জমেনি। ৪৮ মিনিট স্থায়ী এই সেটের পঞ্চম গেমে সার্ভ ‘ব্রেক’ করে জয়ের পথ প্রশস্ত করে ফেলেন ষষ্ঠ বাছাই ফেদেরার। অবশ্য ২৩ ও ২৭ শটের দুটো চমৎকার ‘র‌্যালি’ উপভোগ করেন দর্শকরা।

খেলা জমেছে তৃতীয় সেটে।

দশম গেমে ম্যাচে প্রথমবারের মতো সার্ভ ‘ব্রেক’ করেন চতুর্থ বাছাই মারে। টাইব্রেকারে গড়ানো এই সেটে ফেদেরার দুবার ম্যাচ পয়েন্ট পেয়েও তা নষ্ট করেন। ৬৩ মিনিট ধরে চলা এই সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ২০১২ সালে ইউএস ওপেন জিতে বৃটেনকে ৭৬ বছর পর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের পুরুষ এককের শিরোপা উপহার দেয়া মারে।

কিন্তু চতুর্থ সেটে ভুলে ভরা সার্ভের মাশুল দিতে হয়েছে তাকে। দ্বিতীয় গেম চলেছিল ১৯ মিনিট ধরে, ‘ডিউস’ হয়েছিল ১০ বার।

শেষ পর‌্যন্ত অবশ্য নিজের সার্ভ থেকে গেমটা জিতে নেন মারে।

তবে তাতে তার কোনো লাভ হয়নি। অষ্টম গেম ‘ব্রেক’ করার পর আর ভুল করেননি ফেদেরার। ম্যাচে দশম ‘এইস’ মেরে তিন ঘণ্টা ২০ মিনিটের লড়াই শেষ করে দেন অস্ট্রেলিয়ান ওপেনের চারবারের চ্যাম্পিয়ন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।