হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না
"বই পড়ে কেউ দেউলিয়া হয় না"। বড়ই অবাক লাগে যে এই কথাটি একজন বাঙ্গালীর লেখা। গাটের পয়সা খরচ করে আমরা অনেকেই বই কিনতে চাই না। বইমেলায় আকাশ্চুম্বি দাম দেখে কেউ কেউ পাইরেসী কপির জন্য অপেক্ষা করি। মোটা মোটা বই বাদ দিয়ে সেবা প্রকাশনীর কমদামী পেপারব্যাক বই খুজি।
তাতেও মন ভরে না। তখন নীলক্ষেতের মোড়ে ছেড়া সেকেন্ডহ্যান্ড বই খুজি। আবার কারো কারো কাছে সেটাও বেশি মনে হলে খুজি অনলাইনে ই-বুক কিংবা পিডিএফ। এরকম পাঠকদের জন্য কয়েকটি ইংরেজী বইয়ের ওয়েবসাইট শেয়ার করব আজ। এই ওয়েবসাইটগুলোতে বই পড়ার জন্য কোন পিডিএফ সফটওয়্যারেরও দরকার পরে না।
তাই যাদের মোবাইলে পিডিএফ সাপোর্ট করে না তারাও পড়তে পারবেন। তবে বলে রাখি এই বইগুলো বেশ পুরাতন, এমনকি কোন কোনটা দুশ' বছরেরও আগেকার।
১। http://www.literature.org/
একবার কি একটা বইয়ের পিডিএফ ফাইল খুজতে খুজতে এই সাইটটা পেয়ে যাই। এখানে অনেক বিখ্যাত লেখকের বই পাবেন চ্যাপ্টার ও পার্ট আকারে।
ইংলিশ লেখকদের বইয়ের পাশাপাশি অন্য ভাষা থেকে ইংলিশে অনুবাদ করা বইও আছে। এই সাইটে লিও তলস্তয়ের বিশাআআল দুটি বই আর চার্লস ডারউনের বিখ্যাত বইটিও আছে। সাইটের অনেক বই Project Gutenberg এর মাধ্যমে পাওয়া।
২। wikisource.org
উইকিতে কিন্তু বইও পড়া যায়।
এটা প্রায় পাঁচ হাজার ইংরেজী বইয়ের বিশাল সমাহার। এই সাইটে ইংরেজী ছাড়াও ফ্রেঞ্চ, ডাচ, ইন্দোনেশিয়ান ভাষায়ও বই আছে।
৩। http://jv.gilead.org.il/
এটা জুল্স্ বার্নের ভক্ত যারা তার প্রায় পাচশ' পৃষ্ঠার বই পড়েও ক্লান্ত হবেন না বলে মনে করেন, তাদের জন্য আদর্শ সাইট। এখানে গেলে অবশ্যই Jules Verne Virtual Library-টা ঘুরে আসবেন।
এখানে সম্ভবত তার সব বই-ই আছে। তবে সবগুলোর ইংরেজি অনুবাদ পাবেন না। ইংরেজি ভাষার পাশাপাশি বইগুলোর রাশান, ফ্রেঞ্চ, পোলিশ, ডাচ, হাঙ্গেরিয়ান ভার্সনও আছে। কিছু কিছু আবার ছবিসম্বলিত।
৪।
http://www.eldritchpress.org/ac/jr/
এই পেজ'টাতে চেখভের ২০১ টা ছোটগল্প রয়েছে। সাথে নবীন পাঠকদের জন্য কোথা থেকে শুরু করা উচিৎ সেই পরামর্শও দেয়া আছে। প্রতিটি গল্পের শেষে কিছু টিকা-টিপ্পনীও রয়েছে। সাইটে আরো বইও পাবেন, মূল সাইট আসলে এইটা ঃ eldritchpress.org/
৫। http://www.sherlockian.net/canon/
Sherlock Holmes এর ভক্তরা পুরো ষাটটি গল্পই এখানে পাবেন।
তবে সরাসরি পড়া যাবে না। প্রতিটি গল্পে ক্লিক করলে কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক আসে। সেখান থেকে যেকোন একটা খুললেই পেয়ে যাবেন গল্প। অনেক তো বিবিসি'র সিরিয়াল আর রবার্ট ডাউনি জুনিয়রের অভিনয় দেখলেন, এবার এই Sherlock Holmes এর উৎপত্তি যেখান থেকে, সেই দিকেও মনযোগ দিন। আশাকরি খারাপ লাগবে না কারো।
৬। http://www.literaturecollection.com/
সাইটটা বড় দৃষ্টিনন্দন ও মনোহর। উনারা জানাচ্ছেন তাদের কাছে সত্তরটি বই ও ছয়শ'টি ছোটগল্প আছে। যদিও আমার কাছে আরো বেশি বলে মনে হল।
৭।
http://poestories.com
এই সাইটটা হল এডগার এলান পো'র ছোটগল্প আর কবিতা নিয়া। গল্পের মাঝে মাঝে লিঙ্ক আকারে টিকা-টিপ্পনীও দেয়া আছে।
এই সাইটগুলোতে সাধারণত একটি পেজে একটি ছোটগল্প এবং উপন্যাসের ক্ষেত্রে একটি চ্যাপ্টার থাকে। এগুলো কম্পিউটারের সামনে বসে পড়াটা বেশ কষ্টদায়ক। আর আমার মত যারা খুব শ্লো পড়েন, তাদের জন্য তো প্রায় অসম্ভব একটি কাজ।
তাই আমি কিভাবে পড়ি সেইটা একটা টিপ্স্ আকারে দিচ্ছি।
প্রথমে চাইলে বইয়ের লিঙ্কটি কম্পিউটারে বের করে নিতে পারেন। এরপর সেই লিঙ্কে ডুকবেন মোবাইলের অপেরা দিয়ে। অপেরাতে পেজ সেভ করার একটা অপ্সহন আছে। সেটা দিয়ে বইয়ের সবগুলো চ্যাপ্টার সেভ করে নিবেন।
এতে করে যখন যেখানে যেভাবে খুশি পড়তে পারেন। অল্প একটু পড়ে রেখে দিতে পারেন পরে পড়বেন বলে, হারিয়ে যাবে না। এক কথায় বিশাল একটা বই আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন, কেউ বুঝবেও না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।