আমাদের কথা খুঁজে নিন

   

না ফেরার দেশে মহম্মদ হান্নান

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা মহম্মদ হান্নান। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তার জীবনাবসান ঘটে। কন্যা ও জামাতাকে নিয়ে ওইদিন সন্ধ্যায় লঞ্চযোগে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিলেন তিনি। যাত্রাপথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে ঢাকা নিয়ে আসা হয় তার অসাড় দেহ। গতকাল বেলা সাড়ে বারোটার দিকে প্রিয় কর্মস্থল এফডিসিতে তার মরদেহ আনা হলে সতীর্থদের চেখের জল আর ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বরিশালের পিরোজপুরে পারিবারিক কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হন তিনি। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর পিরোজপুরে জন্ম তার। সত্তরের দশকে চিত্র সম্পাদক এনামুল হকের সহকারী হয়ে চিত্রজগতে পদার্পণ। পরে চিত্রাগ্রাহক বেবী ইসলামের সহকারী হন।

১৯৮৫ সালে 'রাই বিনোদনী'র মাধ্যমে পরিচালক হিসেবে আত্দপ্রকাশ ঘটে তার। প্রায় দেড় ডজন চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিব শহিদুল ইসলাম খোকন এবং গুলজার।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।