বুধবার ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান জুয়েলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বন্ধু পরিবহনের একটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই একরামুল হক ১০ দিনের রিমান্ড চান।
আসামি পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।
গত বছরের অক্টোবরে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ দিনের হরতালের আগের দিন ২৬ ডিসেম্বর রাত ৮টায় ভাটারা থানার প্রগতি স্মরণী রোডে হরতাল সমর্থনকারীরা গ্রুপ ফোর কোম্পানির সামনে বন্ধু পরিবহনের একটি গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলাটি করা হয়।
মামলার এজাহারে জুয়েলের নাম না থাকলেও সন্দেহভাজন আসামি হিসাবে জুয়েলকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।