আমি সাধারনের থেকেও সাধারন , অসাধারনের চেয়েও অসাধারন । । তবুও আমি তোমাদের একজন । ।
ওগো বালিকা,
---------
তুমি সাধারন ,
তবুও তুমি অসাধারন, যখন তুমি মায়ের
ভূমিকায় ।
তুমি কুৎসিত ,
তবুও তুমি সুন্দর, যখন তুমি স্ত্রীর
ভূমিকায় ।
তুমি নোংরা ,
তবুও তুমি পবিত্র, যখন তুমি বোনের
ভূমিকায় ।
তোমার পায়ের নিচেই বেহেস্ত , আবার
তোমার স্পর্শেই নরক ।
তুমিই কারো জীবন দানের মাধ্যম ,
আবার তুমিই কাউকে ধ্বংসের কারন ।
তোমার ভালোবাসায় মাঝে মাঝে বাঁচার
স্বাদ পাই ,
আবার তোমার ভালোবাসার কারনেই
মাঝে মাঝে মৃত্যুকে বরন করতে চাই ।
তবুও তোমাকে পথে ঘাটে অপমান করি ,
আবার তোমার পায়েই মাথা নত করি ।
তুমি কল্পনা , তুমি ভালোবাসা ,
তুমি চাওয়া পাওয়া ।
তবুও তুমি সুযোগ পেলে খেলো পুতুল খেলা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।