কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর, উলিপুর ও চিলমারীর দুটি ইউনিয়ন) আসনের রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে দুটিতে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ২৫৭ জন।
সকাল থেকে কেন্দ্র দুটিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ২১৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৪১টি ভোট পড়েছে।
আর রৌমারী কেরামতিয়া মাদ্রাসায় ভোট পড়েছে ৪০৩টি।
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন।
গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাকির হোসেনের সমর্থকদের হামলায় এ দুটি আসনে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন এই দুটি কেন্দ্রে ১৬ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণের তারিখ ধার্য করে। ১৩ জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন হাইকোর্টে এ দুটি কেন্দ্রসহ পাঁচটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি হাইকোর্ট তিনটি কেন্দ্রের আবেদন নাকচ করে দিয়ে এ দুটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেন।
এর বিরোধিতা করে জাপার (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন গত রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে ভোট গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৬৪ জন। ৫ জানুয়ারি এই আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৭ হাজার ১০৮টি। এর মধে রুহুল আমিন (সাইকেল) পেয়েছেন ৩০ হাজার ৫৪৪ ভোট।
আর জাকির হোসেন (নৌকা) ২৩ হাজার ৯৬৪টি ভোট।
৬ হাজার ৫৯৮ ভোটে এগিয়ে আছেন রুহুল আমিন। তিনি জানান, রৌমারী কেরামতিয়া মাদ্রাসা কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ভোটারের উপস্থিতিও যথেষ্ট। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।