আমাদের কথা খুঁজে নিন

   

১১৭ উপজেলায় নির্বাচন ২৭শে ফেব্রুয়ারি, সেনা থাকছে

দ্বিতীয় দফায় ১১৭ উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বিকালে কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কশিমনার কাজী রকিবউদ্দিন আহমেদ।

আগামী ২৭শে ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র জমা ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। এর আগে প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়।

এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গতবারের মতো এবারও উপজেলা নির্বাচনে সেনাবাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।