আজকে আমার অসম্ভব মন খারাপ। কালকে রাতে কাদতে কাদতে ঘুমিয়ে পরেছি। আজ সারাদিন এত কাজ করেছি, এত হেসেছি, সবার সাথে এত দুষ্টামি করেছি যে, সবাই ভেবেছি আমি খুব ভাল মুডে আছি। আমি কারও ফোন ধরতে পারছি না। কারও মেসেজের রিপ্লাই দিতে পারছি না।
আমি শুধু অফিসের কাজ ছাড়া আর কিছুই ভাবতে চাচ্ছি না। কারন অনেকদিন পর আমার পুরানো একটা রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে। এর নাম বাবল ডিজিজ। আমার মাথার ভেতরে অবশ হয়ে যাওয়া শুরু হয়েছে। হালকা সাবানের বাবল ঘুরে ফিরে বেড়াচ্ছে।
একজন আরেকজনের সাথে ঠোক্কর খাচ্ছে। এটা কেন আমি জানি। আমার মন প্রতিরোধ গড়ে তুলছে। সে কিছুতেই আর কষ্ট পেতে চায় না। প্রয়োজনে পাষান হয়ে যাবে।
সবাইকে ভুলে থাকবে দীর্ঘদিন। পালিয়ে বেড়াবে। তবু কষ্ট পাবে না। বার বার রক্তাক্ত হতে কার ভাল লাগে? কতদিন ভাল লাগে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।