আমাদের কথা খুঁজে নিন

   

ভুল প্রশ্নে রাবির ভর্তি পরীক্ষা

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ‘এ’ ইউনিটের বিজোড় রোল নাম্বারধারীদের ১০০ নম্বরের ওই পরীক্ষায় ১৩০টি প্রশ্নের মধ্যে ছয়টি প্রশ্নে ভুল ধরা পড়ে ভর্তিচ্ছুদের কাছে।

এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিষয়ে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবে।  পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বস্ত করেছেন উপাচার্য।

৯টায় শুরু হওয়া বিজোড় ক্রমিক নম্বরধারীদের প্রশ্নপত্রে ভুল হলেও একই ইউনিটের জোড় ক্রমিক নম্বরধারীদের সকাল ১১টায় শুরু হওয়া প্রশ্নপত্রে কোনো ভুল পাওয়া যায়নি।

১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ‘এ’ সেটে সর্বমোট ১৩০টি প্রশ্ন ছিল। একই সেটের দুটি প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়।

ভর্তিচ্ছু একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সেটে প্রশ্ন ঠিক থাকলেও অন্য সেটের খ-অংশ (বাংলা ও ইংরেজি) ৫৫ থেকে ৬০ নম্বর প্রশ্নে আগের প্রশ্নের পুনরাবৃত্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ওই প্রশ্নগুলো একই প্রশ্নপত্রে ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৪৫ নম্বরেই উল্লেখ ছিল। ফলে এই সেটের পরীক্ষার্থীদের ছয়টি প্রশ্নের উত্তর দুবার দিতে হয়েছে।

“নভেম্বর মাসের পরীক্ষা নেয়া হচ্ছে জানুয়ারিতে, তারপরও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা মূল্যায়নের এই ভর্তি পরীক্ষায় কিভাবে এই ধরনের মারাত্মক ভুল হয়,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী।

এই সেটে পরীক্ষা দেয়া অনেকেই প্রশ্নপত্রটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি তুলেছেন।

এই বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল হাই তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। প্রশ্নকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। ”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি সত্যিই দুঃখজনক।

সাধারণ শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে সংশ্লিষ্ট ডিনকে নির্দেশনা দেয়া হয়েছে। ”

প্রশ্নপত্র বাতিল হবে না জানিয়ে অধ্যাপক হাই বলেন, “আমরা ওইসব পরীক্ষার্থীদের উত্তরপত্র ওএমআরে (অপটিক্যাল মার্ক রিডিং) দেয়ার আগে উত্তরপত্র হাতে বাছাই করে স্বয়ংক্রিয় নম্বর দিতে চেষ্টা করব। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।