প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
এই শীতে তুমি নেই, ভালোবাসারা চলে গেছে নির্বাসনে
দারুন দহনে দ্রোহে দহি শিশির জলে,
এদিকে প্রেম আসে, জ্বালায় পোড়ায়, মনের গৃহকোণে,
তবু তোমাকে ধারণ করি, মন্ত্রবলে।
ভালোবাসার নির্বাসনে, এই শীতে আমি নিঃসঙ্গ একাকী ;
তোমার জন্য চৈত্রের চৌচির বিরাণ খামারের মতোন পড়ে থাকি ।
তুমি এসে দিয়ে দেবে মুমূর্ষের মুখে কদাগ প্রেমের ওষুদ
ভালোবাসার বৃষ্টি পেয়ে শুধে যাবে প্রেমের চক্রবৃদ্ধির সুদ।
শীতে ঝরে গেছে পত্র, নেত্রের উপত্যকায় ঝরে গেছে লতা,
শূন্যতার ভেতর কোন অজানা লোকের থেকে এসেছে কী যেন বারতা !
মদির মধুর সুবাসে আবেশে দিয়ে যাবে পুলকিত আস্বাদ,
তারি জন্য লিখিলাম আমি কত প্রবচন প্রবাদ।
এই শীতে তুমি নেই, ভালোাবাসারা চলে নির্বাসনে
তবু তোমার উপস্থিতি আমার কবিতা গানে।
২৩.০১.২০১৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।