চলচ্চিত্রের গানে ব্যস্ত সময় পার করছেন সুফি ঘরানার কণ্ঠশিল্পী পুলক। চলচ্চিত্র ঘরানার সংগীত পরিচালকদের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠছেন তিনি। সেই ধারাবাহিকতায় গেল এক মাসে পুলক কণ্ঠ দিয়েছেন এক ডজন প্লে-ব্যাকে। বিশেষ করে চলচ্চিত্রের সফল সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুরেই শুরু থেকে এখনো বেশিরভাগ গানে কণ্ঠ দিয়েছেন পুলক। সফলতাও আসছে সেই মাত্রায়।
ইমনের সুরে পুলকের কণ্ঠে এরই মধ্যে জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র গানের মধ্যে রয়েছে মাওলা, তুমি আমার খোদা, মা রহমতের চাবি প্রভৃতি। তবে তার সবচেয়ে জনপ্রিয় গান 'বাধাতা জানে' গেছেন শফিক তুহিনের কথা ও সুরে। পুলকের ভাষায়, ইমন ভাই মূলত আমার গুরু। আমার এ পর্যন্ত আসার পেছনে তার অবদানই নব্বই ভাগ। '
সামপ্রতিক সময়ে পুলকের প্লে-ব্যাক পরিধি ভালোই বেড়েছে।
ইমনের পাশাপাশি নিয়মিত গাইছেন অন্য সংগীত পরিচালকদের আমন্ত্রনেও। এর মধ্যে রয়েছে ইমন সাহা, শফিক তুহিন, আলী আকরাম শুভ, আহমেদ হুমায়ূন প্রমূখ। পুলক জানান, গেল সপ্তাহে তিনি কণ্ঠ দিয়েছেন তিনটি অসাধারন প্লে-ব্যাকে। এর মধ্যে রয়েছে 'ডোন্ট কেয়ার' চলচ্চিত্রে শওকত আলী ইমনের সুরে, 'রেড' চলচ্চিত্রে আহমেদ হুমায়ুনের সুরে আর শফিক তুহিনের কথা সুরে 'দবির সাহেবের সংসার' চলচ্চিত্রে। পুলক বলেন, 'প্লে-ব্যাকে প্রতিষ্ঠিত হতে চাই আমি।
সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। প্রচুর সাড়াও পাচ্ছি ওপরওয়ালার ইচ্ছায়। আশা করি সুদিন আসবে। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।