তোমার বিষণ্ন বিদায়ে
সম্মোহিতের মতো আমি
ঠায় দাঁড়িয়ে আছি
স্বপ্ন এবং বাস্তবের মাঝখানে!
ভালোই করেছ গিয়ে অনন্ত-অন্তরালে
অলক্ষ্যে লুকিয়ে চাঁদমুখ
ঢেকেছ যতিচিহ্নে নিটোল লাবণ্য
নিরুত্তর অযাচিত প্রশ্নমালার
ব্যক্তিগত ব্যাখ্যায়।
রুপোলি নক্ষত্রেরও পতন হয়
আশ্চর্য নির্লিপ্ত তুমি অমরত্ব উপেক্ষায়
হৃদয়_ নক্ষত্র হয়ে অজস্র সহস্রের
রয়েছ অলৌকিক নিবাস
আলোকবর্ষ দূরে!
অন্তঃস্থ আকাঙ্ক্ষায়
আমার এখন একলা হতে ইচ্ছে করে
ভীষণ ভীষণ ইচ্ছে করে
তোমার মতো একলা হতে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।