আমাদের কথা খুঁজে নিন

   

৪০ ভাগ কোরিয়ান ক্রেডিট কার্ড হ্যাকড

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে তথ্য চুরি হওয়া ক্রেডিট কার্ডের সংখ্যা প্রায় দুই কোটি। কোরিয়া ক্রেডিট ব্যুরোর একজন কর্মী ক্রেতাদের ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য চুরি করে। ঝুঁকি ব্যবস্থাপনা ও জালিয়াতি শনাক্তকরণ সেবার নামে এ প্রতারণার অভিযোগ এসেছে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, অভিযুক্ত ওই কর্মী বিভিন্ন ডেটাবেসে প্রবেশ করে গোপনে দেড় বছর ধরে ওই তথ্যগুলো চুরি করে।
এ ধরনের ঘটনায় কোরিয়ান নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ক্রেডিটকার্ড ব্যবহারকারীরা জোট বেঁধেছেন ক্ষতিপূরণ পাওয়ার জন্য।
এতে কোরিয়ার তিনটি কোম্পানি কেবি কুকমিন ব্যাংক, লোটি কার্ড এবং ননগিআপ ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের তথ্য বেদখল হয়ে যায়। এতে ওইসব অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ক্রেডিট কার্ড নাম্বার, পিন নাম্বার ও ঠিকানা সম্পর্কিত তথ্য চুরির অভিযোগ করা হয়েছে।    
ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কোরিয়ান সরকার। এক বিবৃতিতে দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা জানায়, সাম্প্রতিক ঘটনায় জড়িত ক্রেডিট কার্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।