আমাদের কথা খুঁজে নিন

   

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা

কড়া নিরাপত্তার মধ্যে টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান দিয়ে শুরু হয়েছে মুসলিম জাহানের বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এবার অনুষ্ঠিত হচ্ছে ৪৭তম বিশ্ব ইজতেমা। এবারো দুই পর্বে ইজতেমার কার্যক্রম চলবে। প্রথম পর্বে যোগ দিতে দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এরই মধ্যে জড়ো হয়েছেন তুরাগ তীরে ইজতেমা ময়দানে।

আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের ৩২টি জেলার মুসল্লিরা।

উল্লেখ্য, চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে আরো ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন।  ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মেলন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।