আমাদের কথা খুঁজে নিন

   

Hack Facebook Account (হ্যাক ফেসবুক)

ফেসবুক একটি সামজিক যোগাযোগের সাইট। ইন্টারনেটের সাথে পরিচিত কিন্তু ফেসবুক চেনে না এমন মানুষ আমার মতে এদেশে খুজে পাওয়া কঠিন। আমার তো ধারণা অনেকে ফেসবুকের জন্যই ইন্টারনেট ব্যবহার করে।
যাইহোক, টিউনটির টাইটেল পড়ে অনেকে অনেক কিছু মনে করতে পারেন কিন্তু আসল ব্যাপার সেটা না। আমার মতে ফেসবুক আইডি হ্যাকিং এত সহজ ব্যাপার না।

নিজে বোকামি না করলে ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কম। মাঝে মাঝে হয়ত ফেসবুকের সিকিউরিটিতে অনেক বাগ ধরা পড়ে তখন সেটা দিয়ে দু একদিন হ্যাক করা গেলেও ফেসবুক সেটা খুব দ্রুত রিকভারি করে নেয়।
এখন অনেক মানুষ হ্যাকিং এর পুরো মিনিং জানে না, হ্যাকিং শুনলেই অনেক মানুষ বলে ফেসবুক হ্যাকিং !
একদিন গুগোলে ফেসবুক হ্যাকিং সফটওয়্যার লিখে সার্চ দিলাম আর তাতে অনেক সফটওয়্যারই দেখতে পেলাম। জানা সত্ত্বেও কিছু ডাউনলোড করলাম আর আমার ধারণাকে সত্যি প্রমানিতো করল মানে সফটওয়্যার গুলো সবই ভুয়া। শেষে আবার ওই ভুয়া সফটওয়্যারের পেছনে ব্যয় করা সময়ের জন্য আফছস হয়তে লাগলো।


যাইহোক, নিজে সতর্ক থাকলে ফেসবুক আইডি হ্যাক হওইয়া অনেকটা অসম্ভব। আর ফেসবুক আইডি যদি এত সহজেই হ্যাক করা যাইতো তাইলে ফেসবুক এত জনপ্রিয়ও হতে পারত না ।
হে হে হে, আর ওই ফালতু সফটওয়্যারগুলো দেখে আমারও একটা বানাইতে মুঞ্চাইল। তাই আমিও বানাইলাম।

Download
http://www.mediafire.com/download/pr2aki414ei5bl8/Hack%20Facebook.exe
http://www.mediafire.com/download/pr2aki414ei5bl8/Hack+Facebook.exe
ইচ্ছা করলে সফটওয়্যারটা ডাউনলোড করে দেখতে পারেন।

(ভয় নাই, কোনো ভাইরাস নাই ওটায়, যদি মানুষের ১২টাই বাজাতেই চাইতাম তাইলে আর কষ্ট করে এত কিছু লিখতাম না। শুধু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলেই বেশ ডাউনলোড হইত আর আমিও মজা নিতে পারতাম  )
যাইহোক, এটাই আমার প্রথম পোস্ট, এর আগে এরকম কোন পোস্ট করি নাই। সুতরাং ভুল হইলে আমি কিছু জানি না। ।
আমি এবার ২০১৪ সালে জে.এস.সি দিব।

সবাই দোয়া করবেন যেন ভাল রেজাল্ট করি।
সবাই ভাল থাকবেন, টা টা...
ফেসবুক এ আমি ...

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।