আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াকা-ওয়াকা নয়, এবার ইউ আর ওয়ান

আমেরিকান পপ তারকা পিটবুল ও হলিউড সুন্দরী জেনিফার লোপেজের সঙ্গে চুক্তি করলো ফিফা। এই দু’জন বিশ্বসেরা সেলিব্রেটি যোগ দিতে চলেছেন আসন্ন বিশ্বকাপের অ্যান্থেম সঙ-এ। এই গানটি আরও একজন গাইবেন, তিনি ব্রাজিলের গায়িকা ক্লদিয়া লিটে। তিনজনের সমন্বয়ে গানটি প্রকাশিত হচ্ছে। গানটির নাম দেওয়া হয়েছে 'ইউ আর ওয়ান'।

ফিফা সভাপতি জেরাম ভালকে ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের এই কথা জানান। গত বিশ্বকাপের অ্যান্থেম ছিল ওয়াকা-ওয়াকা। গেয়েছিলেন শাকিরা৷ সেই গান বিশাল জনপ্রিয় হয়েছিল। এবারের এই ‘ইউ আর ওয়ান’ গানটা কি ছাপিয়ে যাবে শাকিরার ওয়াকা-ওয়াকা গানটিকে? সেটাই এখন দেখার৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।