আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ ! মদ নেশা যৌনাচার ! কি চমৎকার করে নববর্ষ বরণ !

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল নববর্ষের উদ্যমতা শেষে মহানগরি, এই কুয়াশা ভেজা হিমেল প্রভাতে এখনও চরম নিদ্রায়। সবাইকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা। আমি জীবনের বিবর্তনধারায় অবিশ্বাসি হলেও, সামাজিকতা মুল্যবোধ ইত্যাদির বিবর্তন চোখে দেখেই বিশ্বাস করছি। তার ধারাবাহিকতায় নববর্ষ পালনের প্রসঙ্গটা চলে আসছে। যে নদী দিক পরিবর্তন করতে অক্ষম সে মরে যায়।

তাই সমাজকে মৃত্যু থেকে বাচাতেই সামাজিক পরিবর্ত্তনের প্রয়োজন। সময়ের সাথে সব কিছু যে বদলায়, এটা কোন মিথ না। গ্রাম্য অর্থনীতি থেকে শহুরে অর্থনীতির উত্তরণে আমাদের অর্থনীতির চাকা এখন অনেক সবল। সে কারণে কৃষি প্রধান বাংলাদশের সংস্কৃতির চালিকা শক্তি এখন নগর। মোটা দাগে বলা যায় ঢাকা শহর কেন্দ্রিক।

আর অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সাথে সাথে পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনের ছোয়া সমাজ, সংস্কৃতি এবং নৈতিকতার মধ্যেও পড়বেই। আমরা যতই চেচামেচি করি না কেন, এই পরিবর্তন রোখা সম্ভব নয়। স্বাধীনতার পর সামান্য প্রেমের চিঠি চালাচালিকে কেন্দ্র করে এক সময় তুলকালাম কান্ড ঘটতে যেতো। আর এখন লক্ষ লক্ষ মানুষের কাছে ললিপপ চূষার ঘটনা দৃশ্যমান হলেও,ঘটনার পাত্র পাত্রির মান সম্মান বা সামাজিক অবস্থানের কোন ক্ষতিবৃদ্ধি হয় না।

এদের অনেকেই আবার তারকা খ্যাতিও অর্জন করে ফেলে। আমাদের অর্থনীতি পুজিবাদি হবার সুবাদে, আগেও ইংরেজি নববর্ষ পালন করা হতো। তবে কিনা পয়সা কড়ির অভাবের কারণে এই রকম জৌলুস বা ব্যাপকতা দেখা যেতো না। আগে যারা পালন করতেন, তারা সমাজের উচু তলার মানুষ। হরহামেশা বিদেশ ঘোরা লোক।

এই সংস্কৃতিটা মুলত তাদেরই আমদানি করা। অর্থনৈতিক বিবর্তনের কারণে কালো হোক বা ধলা, দেশে এখন লাখ লাখ কোটিপতি। পয়সা থাকলে দুনিয়া মেলে। তাছাড়া পশ্চিমাদের শিক্ষা এবং পুজিবাদ গ্রহন করবো, আর ভোগ বিলাস রপ্ত করবো না তাই কি হয়? তাছাড়া কর্পোরেট পুজিবাদ মুনাফা ছাড়া কিছু বোঝে না। তাই নব্য ধনীর শখ আল্লাদের আগুনে ঘি ঢেলে দেয় তারা।

জাতি হিসাবে আমরা সব সময়েই অনুগামি। তাই অর্থনৈতিক সমৃদ্ধি ঘটলেও নিজস্ব ভাষা সংস্কৃতি এবং নৈতিকতার উন্নতি আমরা ঘটাতে পারিনি। তাই যতই অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, উল্লেখিত বিষয়গুলিতে আমাদের ততই অধোঃপতন হচ্ছে। আমাদের ভাষা এখন হিন্দি ইংরেজির মিশেলের জগাখিচুরি। সংস্কৃতি হলো ডিজে-আর জে এবং ডিজুসের তরল মিশেল।

হ্যা, ফেব্রুয়ারি আসলে লোক দেখানো ভাষা প্রেম কিংবা পয়লা বৈশাখে হয় প্রভাত ফেরি অথবা রবিন্দ্র সংগিত উপভোগে বাঙ্গালিত্ব প্রকাশের সুযোগ কেউ কেউ নিয়ে থাকে বটে ! তাতে কিছু যায় আসে না। আর নৈতিকতার কথা কি বলবো? প্রেমের মানেই তো অবাধ যৌনাচার। কোন কথা নেই। ছেলে হোক বা মেয়ে হোক, যৌবনে সামান্য নাড়া পড়লেই হলো। কবির ভাষায় ত্যাগেই মুক্তি জ্ঞান করে শুরু হয়ে যায়।

থামাথামি নেই, জড়তা নেই্‌ দ্বিধা নেই, ভয় নেই। ছেলে হোক কিংবা মেয়ে, ১০০ ঘাটের জল খেলেও নৌকা এক সময় তীড়ে ভেড়েই। তাহলে আর সমস্যা কি? আর সব খুইয়ে বিয়ের পিড়িতে বসার আগে সবাই সৎ ও সতি হয়ে যায়। জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ রহস্যটি যখন আগেই উন্মোচিত, তার কাছে বিয়ের আনন্দটা পানসে হয়ে যেতে কতক্ষণ? পাত্র পাত্রি তখন স্বাদ বদলাতে চায়। অনাচারের পেয়ালা পুর্ণ হতে থাকে।

এর পর হয় বিবাহ বিচ্ছেদ। কিংবা সংসার করার নামে একে অন্যকে প্রতারণা করে চলা। এভাবেই সংসার নামের খুটিটি আলগা হয়ে যায়। খুটির পর খুটির ভাঙ্গনে সামাজিক বাধণগুলি হয়ে যায় নিতান্তই ঠুনকো ! শুধু যৌনাচারের কথাই বলি কেন? অবক্ষয়ের আগুণে পুড়েনি এমন কোন ক্ষেত্র কি আর আছে? এক জন আরেকজনকে মেরে হলেও নিজে বাচতে চায়। শুধু বাচার কথা হলেও সান্তনা থাকতো।

কে কাকে মেরে কত উচুতে উঠবে, তারই কুৎসিত প্রতিযোগিতা চলে। অথচ এই উচ্চতার কোন সীমারেখা কিন্ত নেই। এর পরেও এই অসুস্থতা চলছেই। আপনার টাকা আছে, প্রভাব আছে, ক্ষমতার জোর আছে, চরিত্রে দোষ আছে, তাই আপনি মদ খেয়ে নেশা করে অবাধ যৌনাচার করে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ মনে নিশ্চিন্ত ঘুমিয়ে নববর্ষকে আপন করে নিতে পারেন। কিন্ত একটি ক্রমাগত নিমজ্জিত অনুগামি জাতির অনেকেরই তো সাধ আছে, সাধ্য নেই।

তারা কি করবে? তারা ছিনতাই করবে, সন্ত্রাস করবে, পাকে জড়িয়ে পড়বে। কেননা, তারা আপনাকেই অনুসরণ করতে চায়। ভোগের মত এমন চরম আকর্ষনীয় আর কি কিছু আছে? এর বলি হবে ক্ষমতা প্রভাবহীন মানুষ ! ক্রমাগত পিছু হটতে হটতে দেয়ালে পিঠ ঠেকে গেলে এই সাধারণ মানুষগুলিই হয়ে উঠবে অপ্রতিরোধ্য ! তাদের ক্রোধের আগুণে কত রাজাধিরাজের পতন হয়েছে। আপনাদের অর্থ, বিত্ত সম্পদ মেধা এসব কি সুপথে পরিচালনার জন্য ব্যয় করা যায় না। মানুষের জন্য না হোক, একটি স্বাধীন দেশের জন্য।

লাল সবুজ ঐ পতাকার জন্য। যা অর্জিত হয়েছিল লাখ লাখ সাধারণ মানুষেরই আত্মত্যাগের মাধ্যমে? অটঃ; জাতিয়বাদি ব্লগাররা এই পোস্টে একটু আওয়াজ দিয়ে যাবেন দয়া করে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।