কারা যেন লিখছে পান্ডুলিপি ললাটের ক্যানভাসে আকঁছে ব্যবচ্ছেদ বিকলাঙ্গ শরীর ,চোখ ,হাত , পা , মুখ- মুখশ্রী ,তলপেট, ঊরু , ঠুকরে খাওয়া হৃদয় । ব্যধি নয় ,ব্যধিবোধ কুরে খায় আমাদের সময় ।
খিলানের কাছে সোনালি জুতোর ওপরে জুতো রেখে নেতা উঠে এলেন মেহরাবে। সামনাসামনি জায়নামাজ মাড়িয়ে গেলে উপসনারত এক কিশোরের মুখে নেমে এলো অন্ধকার। এ পারঙ্গমতার বিশ্বাস কে তাঁকে যুগিয়েছেন? কিশোরের চোখ গোপনে ভেজানো।
মিম্বারে ইথার কাঁপিয়ে তুলছেন নেতাজি। ঈশ্বরের সাক্ষাত নিতে আসা ইল্লারাও কেঁপে কেঁপে উঠেছেন। "প্রার্থনাহীন থাকা অন্যায়, উপসনাহীন থাকা অন্যায়! ...অন্যায়! ....অন্যায়! কবে কার জাত মেরেছো, ভাত মেরেছো -সব পাপ!" দর্শনার্থীরা ফিরে গেল শব-বাহির মত জপতে জপতে -" প্রার্থনাহীন থাকা অন্যায় জাত -মারা, ভাত -মারা অন্যায়। " নিশিন্দা-পাতার মত মনে মনে "পাপ " কাঁপতে থাকল তিরতির করে।
নেতার বাড়িতে রিজক চুলায় বসেনি সারা দুপুর।
জ্বরতপ্ত কলেমা পড়া দাসীর হাত কেটে গ্যাছে কাপড়ে সাবান ঘসতে গিয়ে।
জোব্বার পকেটে ক্ষুর ছিল; ঈশ্বরের ক্ষুর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।