ন্যায় অন্যায় বুঝিনে, জানি শুধু তোমারে!!
সর্বেসর্বা তুমি পরম দয়ালু, বিশ্বাস করি তোমার কসম ।
খোদা ! সাত আসমানে কি করো ? জমিনে আসো রূপ দেখি ।
তুমি তো বিধাতা ! ভয় কিসে ? আসো, কোন অভিযোগ নেই ।
জানতেই চাইবোনা, আমার কোন স্বপ্ন কেন সত্যি হয়না ।
নাইবা জানলাম, কোন অপরাধে দাদাজানের দেখা পেলাম না !
তুমি এতো খামখেয়ালী কেন হে প্রিয় ? যাতনা না দিলে সুখ পাওনা ?
বিনা অনুমতিতে যারে তারে ধরে নাও, এ আবার কেমন ব্যবহার ?
তুমি তো সৃষ্টিকর্তা ! সব জানো, ভদ্রতা জানো না ?
নিখিল বিশ্ব শাসন করো ! অবশ্যই তো ক্যামেরা আছে তোমার !
তার একখানা ছবি তুলে দিও তো, দেখবো ।
বিনিময়ে কি চাও ? যা কিছু আছে সব যে তোমারই দান !
যা সকল হারিয়েছে তারও কারণ কিন্তু তুমি হে জগৎপতি !
মানুষটা দেখতে কেমন কে জানে ? কখনও কি দেখবো তারে ?
মাঝে মাঝেই জানতে ইচ্ছা করে, হতে কি পেরেছি তার মতন ?
বাবা যে মধু মাখা স্বরে প্রায়শই আমায় বাবা বলে ডাকে ।।
কবিতা নয়, কবিতা আমি লিখতে পারিনা, দহন কমানোর বৃথা চেষ্টা করলাম।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।