২০১১ সালে গুজরাট বিজেপির চিন্তন বৈঠকের বিজ্ঞাপনে ট্যাগ লাইন ছিল, 'ম্যায় নেহি, হাম' যার অর্থ আমি নই আমরা। এ বছর লোকসভা নির্বাচনের বিজ্ঞাপনী প্রচারে সেই ট্যাগলাইনটাই ব্যবহার করেছে কংগ্রেস। যদিও ট্যাগ লাইনটিকে রাহুল গান্ধীর নীতি বলেই ব্যাখ্যা করা হচ্ছে। কেউ কেউ বলছেন, ভোটের আগে চারিদিকে বইতে থাকা মোদী হাওয়া গায়ে লাগিয়ে লোকসভায় নজর কাড়তে চাইছে কংগ্রেস।
এদিকে, কংগ্রেসের মুখপাত্র শোভা ওজার ব্যাখ্যা, আমরা অভিধান থেকে শব্দগুলো নিয়েছি।
সেখানে কারও কপিরাইট নেই। 'ম্যায় নেহি, হাম' স্লোগানটা রাহুল গান্ধীর রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবিমাত্র। তিনি আরও বলেন, রাহুল গান্ধী কখনও 'আমি আমি' করেন না। নাম না করেই নরেন্দ্র মোদীকে লক্ষ করে ওজার দাবি, এখানে বিজেপির যে নেতার প্রসঙ্গ উঠছে তিনি সর্বদা নিজের গুণগান গাইতেই ব্যস্ত থাকেন। বিজেপির কথা বলার সময় কই তার? কিন্তু কংগ্রেস দলবদ্ধতায় বিশ্বাসী।
একইসঙ্গে শোভা ওজা বলেন, 'ম্যায় নেহি, হাম' কংগ্রেসের প্রধান স্লোগান নয়। দলটির প্রধান শ্লোগান হলো: 'স্টে্রনদেন দ্য হ্যান্ড, এম্পাওয়ার দ্য হ্যান্ড'। যার অর্থ 'হাতকে শক্তিশালী কর, হাতের ক্ষমতায়ণ কর'। স্লোগানটি পোস্টারের নিচের দিকে লেখা আছে বলেও জানান শোভা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।