আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক ফান পেইজ থেকে টাকা আয় করার দারুন ও কার্যকরী উপায়।



সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি। সবাই নিশ্চিই ভালো আছেন। আজকে আমি একটু টেকা টুকার ইনকাম নিয়া কথা বলবো। আমরা সবাই জানি ফেইসবুক এখন সবছেয়ে বড় একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। ফেইসবুক শুধু মানুষ সবাইর সাথে যুক্তই থাকে না মানুষের ইনকামও জড়িত অনেকের।

আর ফেইসবুকের এই যুগে শুধু নিজের আইডি মানুষ ফান ফেইজ খুলেও বসে আছে। অনেকের ফান ফেইজে হাজার হাজার লাইক আছে। আর আপনি এখন আপনার এই ফান ফেইজ দিয়ে টাকা ইনকামের মাধ্যম হিসাবে ব্যাবহার করতে পারেন। আসুন দেখি কয়েকটি ইউনিক পদ্বতিতে ফান ফেইজ থেকে টাকা ইনকাম করা। হয়তো আমার জানা এই পদ্বতি অনেকের নাও ভালো লাগতে পারে।

বা অনেকের লাগতেও পারে। ১। লোকাল দোকান গুলো ও নিউজ গুলু:ধরুন আপনার ফেইজটি লোকাল বা আন্চলিক একটা ফেইজ তাহলে আপনি আপনার পরিচিত লোকাল ব্র‍্যান্ডের পন্য গুলুর প্রচারনা চালিয়ে টাকা ইনকাম করতে পারেন। তার আগে তাকে অনলাইনে প্রচারনার লাভ বুঝাতে হবে। তাছাড়া আপনি নিউজ পেপার গুলুর প্রচারনাও চালাতে পারেন।



২। শপিং এবং ট্রাভল ওয়েব সাইট গুলুর প্রচারনা: আমরা জানি অনেক গুলু অনলাইন শপিং কম্পানি তারা তাদের পন্য বিক্রি করে দিলে তার থেকে একটা লাভের অংশ দেয়। আপনি তাদের পন্য গুলুর লিংক প্রচারকরে সেখান থেকে একটা লাভের অংশ পেতে পারেন। তাছাড়া ট্রাভেল এজেন্সির সাইটগুলুর প্রচারনা চালিয়ে তাদের থেকে টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া আপনি অনলাইনে অনেক পন্য বিক্রি করেও টাকা ইনকাম করতে পারেন।



৩|একটা ওয়েবসাইট খুলে টাকা ইনকাম:ধরুন আপনার ফেইজে অনকে গুলো লাইক আছে এখন আপনি একটা ওয়েব সাইট খুলতে পারেন নির্দিস্ট কোনো বিষয়ের উপর। অথবা আপনি ফ্রি সাবডোমেন দিয়েও একটা ফ্রি সাইট খুলে তাতে আপনি বিভিন্ন ধরনের এড কম্পানির যেমন গুগুল এডসেন্স,মিডিয়া.নেট সহ বিশ্বাস যোগ্য এড কম্পানির এড ব্যাবহার করে টাকা ইনকাম করতে পারেন। আপনার ফান পেইজ থেকে সেখানে ভিজিটর নিয়ে।

৪|তাছাড়া আপনি বিভিন্ন বিশ্বাস যোগ্য লিংক শেয়ারিং সাইট গুলুর লিংক শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন।
আজকে এই পর্যন্ত ।



দরকার হলে গুরে আসতে পারেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।