গণমাধ্যমে বিসিবির সভার বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হওয়ার পর শুক্রবার রাতে বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার উদ্যোগের কিছু অংশ নিয়ে বোর্ড কঠোর অবস্থান নিয়েছে।
বিবিসি মনে করে, “প্রস্তাবগুলো পাস হলে পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন হতে পারে। ”
বিবৃতিতে বলা হয়, সভায় পরিচালকদের বিষয়টি নিয়ে ‘সতর্ক’ আলোচনার পর বিসিবি খসড়া প্রস্তাবে ইতিবাচক কিছু ব্যাপারও পেয়েছে, যা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতকে সম্মৃদ্ধ করতে পারে।
বিসিবির সভার আলোচনা নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বলা হয়, “কিছু গণমাধ্যমে বলা হয়েছে, বোর্ডের গত ২৩ জানুয়ারির সভায় খসড়া প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে বিসিবি। … বিসিবির অবস্থান নিয়ে সংবাদ সম্পূর্ণ অনুমাননির্ভর, প্রকৃত ঘটনার সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়।
”
এর আগে বৃহস্পতিবার বিসিবির সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুনর্গঠন প্রস্তাবের ব্যাপারে ‘কৌশলী’ অবস্থান নেয়ার কথা জানান সভাপতি নাজমুল হাসান।
তিনি জানিয়েছিলেন, এ মাসের শেষ দিকে হতে যাওয়া আইসিসির সভায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ সম্পর্কে আমাদের মনোভাব এখনই প্রকাশ করতে চাই না। প্রস্তাবটি আমাদের কাছে বেশ জটিল মনে হয়েছে। অনেক প্রশ্নের উত্তর এখানে নেই, যেগুলো আমাদের জানা দরকার।
”
আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে থাকা ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির তৈরি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে আইসিসির রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা করার জন্য ২৫ জানুয়ারি দুবাই যাওয়ার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, “অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের কথা বলে দেখতে হবে, তাদের মনোভাব কী। যারা এটা তৈরি করেছেন তাদের ব্যাখ্যাও শুনতে হবে। ”
ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট-বিশ্বের শক্তিশালী দেশগুলো এফটিপি না মানায় বাংলাদেশ বেশি টেস্ট খেলার সুযোগ পায় না।
তাই টেস্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “এখনো ভালো কিছু হচ্ছে না। ইংল্যান্ড ৮ বছর আমাদের সঙ্গে কোনো টেস্ট খেলবে না, অস্ট্রেলিয়া এখানে খেলতে আসবে না। এর থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে হবে আমাদের। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।