নির্বাচনী প্রচারণায় এবার নতুন কৌশল নিচ্ছেন বিজেপি'র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। তাকে দেখা যাবে বিভিন্ন চায়ের স্টলে। নিজের হাতে ভোটারদের হাতে তুলে দেবেন চা, চাইবেন ভোট। শাসকদলের ব্যঙ্গের জবাব দিতেই এ অভিনব কৌশল নিয়েছেন বিজেপি নেতা। ৩০০ টি শহরের প্রায় ১০০০টি চায়ের স্টলে চলবে এ চা অভিযান।
যেখানে স্বশরীরে উপস্থিত হতে পারবেন না সেখানে থাকবে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা।
বিজেপি সূত্রে জানা গেছে, শুধু চায়ের দোকানই নয়, চা হাতে তিনি পৌঁছে যাবেন ভোটারদের ঘরের দরজা পর্যন্ত। আগামী ১ ফেব্রুয়ারি আদভানির লোকসভা কেন্দ্র গান্ধীনগরে চায়ের স্টলে দাঁড়িয়ে জনসাধারণের সঙ্গে কথা বলবেন মোদী। যেখানে যেতে পারবেন না সেখানে করবেন ভিডিও কনফারেন্স। চায়ের স্টলে দাঁড়িয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনতার সঙ্গে কথা বলবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'চায়ে পে চর্চা' (চা হাতে আলোচনা)। সিটিজেন ফর অ্যাকাউন্টেবল গভর্নন্স নামে এক সংস্থার মস্তিষ্কপ্রসূত এই অভিযান লোকসভা ভোটের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে চালানো হবে। এইভাবে প্রতিসপ্তাহে নরেন্দ্র মোদী প্রায় দু'লক্ষ মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারবেন বলে দাবি ওই সংস্থার।
অনলাইনেও চলবে চায়ে পে চর্চা প্রচার। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০ হাজারেরও বেশি মানুষ এই অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে সংস্থার দাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।