আমাদের কথা খুঁজে নিন

   

তুমি তবে কবুল বলো

কল্পচিত্র নির্মাতা

তুমি তবে কবুল বলো, এটিএম মেশিনকে
তোমার প্রতিটি স্পর্শে গুণে গুণে বের হবে কড়কড়ে পাঁচশো টাকার নোট।
কিংবা বিয়ে করো কর্পোরেট কোন ব্যাংকের ভল্টকে,
থরে থরে সাজানো টাকায় বাসর রাঙাবে।
ভালবাসা চিনতে তোমার ভুল হয়ে যায়
খুঁজে পেয়েছো এবার স্বপ্নের ঠিকানা।

লক্ষীসোনা, এখন তুমি এটিএম মেশিন এবং ভল্টের
বউ
কাউন্টার মেশিন তোমার সাথে খাপ খেয়ে যায়
টাকা গোণার দক্ষতা বেশ সমান সমান।
গোণাগোণির দক্ষতায় তোমাকে খুব তৃপ্ত দেখি,
তুমি বরং র‍্যাডিসনের পুলেই নাইতে নামো
লাঞ্চও করবে, ডিনারো সারবে।
ক্রেডিট শেষ হবার তেমন কোন আশঙ্কা নেই,
ইচ্ছেমত যেমন খুশি খরচ করতে পারবে।

তুমি তোমার স্বপ্ন নিয়ে এগিয়ে চলো
ভালবাসার চোরাবালিতে আর কতকাল?
শুধু শুধুই মগজে এক মোহন ব্যধি
তুমি বরং কবুল বলো এটিএম এবং ভল্টকে
এটিএম খুবই ঝটপটে এবং ভল্ট খুব নিরাপদ
তোমার জন্য এমন সামঞ্জস্য তুমি কোথায়
পাবে?
---------------------------------------------------------------

রুদ্র মুহম্মদ শহিদুল্লার কবিতা অবলম্বনে ঈষৎ সংক্ষেপিত
https://www.facebook.com/dr.imanns

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।