প্রতিদিনকার মত বাজার বসে। বাজারে যে যার জিনিস বিক্রির জন্য সাজিয়ে রাখে। একদিন সন্ধ্যাবেলা সবাইয়ের সব জিনিসই বিক্রি হয়ে গেল। বিক্রি হল না কেবল একজনের এক কলসি গুড়, আর একজনের এক বস্তা চিড়ে। যে যার মাল বিক্রি করে বাড়ি চলে গেলে, শেষে এরা দুজন দুজনকে ডেকে বলল-এর পর আর কি করা যায়, আমরা দুজনে দুজনের জিনিস বদলিয়ে নিয়েই বাড়ি ফিরি, যখন এর বেশি আমাদের আর ভাগ্যে নাই, এতেই সন্তুষ্ট থাকা ভাল।
তখন মনের দুঃখে তারা দুজনে পরস্পরের সঙ্গে ওই দুটি জিনিস বদলা বদলি করে বাড়ি ফিরে গেল।
সে সময় বদলা বদলি করে জিনিস বিক্রি হত, দুজনেই ভাবলে, খুব জিতে গেছি। আমি ওকে বেশ ঠকিয়েছি এ ভাবছে, আর ও ভাবছে আমি ওকে বেশ ঠকিয়েছি। কিন্তু জেতেনি কেউই। যে গুড়ের হাড়ি নিয়েছিল, সে বাড়ি গিয়ে দ্যাখে, হাড়ির মুখে সামান্য মাত্র গুড়।
ভেতরটা বালিতে ভর্ত্তি।
আর যে চিড়ে নিয়েছিল, সে বাড়ি গিয়ে দেখে উপরে সামান্য চিড়ে নিচে শুধু মাটি। তখন দুজনেই দুজনের খোঁজে বেরুল। মাঝপথে দুজনের দেখা হয়ে গেল। একজন আর একজনকে বলল আমি তোমার জন্যই বেরুচ্ছি।
এই বলে কোলাকুলি করে বললে, আমাদের যা বুদ্ধি; আমরা দুজন একসাথে কাজ করলে দুনিয়া লুটে আনতে পারি। আজ থেকে আমরা দুই বন্ধু। চল দুজনেই বেরিয়ে পড়ি, বিদেশে যাই, দুজনের বুদ্ধিতে কত কি ফলানো যায় দেখা যাক। এখানে বসে থেকে লাভ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।