আমাদের কথা খুঁজে নিন

   

ফের বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ ব্রাজিলে

ফের ফুটবল বিশ্বকাপ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ব্রাজিলে। গতকাল শনিবার দেশটির সবচেয়ে বড় শহর সাও পাওলোতে রাস্তায় নামে প্রায় ২ হাজার বিক্ষোভকারী।

গত বছরের মত বিশ্বকাপের জন্য বিপুল অর্থ ব্যয়ে নতুন স্টেডিয়াম তৈরি করা হলেও পরিবহন, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ করছে না দাবিতে আন্দোলন হলেও তীব্রতা ছিল অনেক কম।

এবারের সাও পাওলোর বিক্ষোভে অংশ নেয়ার জন্য ফেইসবুকে ২০ হাজারের বেশি মানুষ নিশ্চয়তা দিলেও এসেছিল তাদের দশ শতাংশ।

পুলিশের একটি গাড়ি ভাংচুর ও একটি গাড়ি পুড়িয়ে দেয়া ছাড়া শনিবারের বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণই ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।