মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানে সামরিক হামলার যে হুমকি দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুষ্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্ঠাচার বিরোধী এবং মনে হচ্ছে, জেনেভা চুক্তির বিরোধী একটি গোষ্ঠী মার্কিন কর্তৃপক্ষের ওপর অগঠনমূলক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি আরো বলেন, এই গোষ্ঠীটিই মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে দেয়ার পেছনে মূল ভূমিকা পালন করছে।
কেরির এ হুমকির জবাবে আফখাম আরো বলেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং এর বেশিরভাগ দেশের সঙ্গে তেহরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
এদিকে জন কেরির বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে শনিবার সকালে ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছিলেন, তার দেশের সামরিক হামলা চালানোর ক্ষমতা ওয়াশিংটনের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। আক্রান্ত হলে পাল্টা হামলা চালানোর কাজে এ ক্ষমতা ব্যবহার করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি গত বৃহস্পতিবার জেনেভায় এক সাক্ষাতকারে বলেন, ইরান জেনেভা চুক্তি মেনে না চললে দেশটির ওপর সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেবে না ওয়াশিংটন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।