আমাদের কথা খুঁজে নিন

   

শম্পা-সাগরের অগ্নিপরীক্ষা

অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছেন সুপার হিরো-হিরোইন খ্যাত শম্পা হাসনাইন ও সাগর। ৩১ জানুয়ারি মুক্তি পাবে এ জুটি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মনের মধ্যে লেখা’। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন মুরাদ। রোমান্টিক-অ্যাকশান ধর্মী গল্পের এ চলচ্চিত্রে লেখার  ভূমিকায় অভিনয় করেছেন শম্পা ও সাগরের চরিত্রের নাম রাজ। তাদের ভালোবাসা এবং এই ভালোবাসাকে ঘিরে ঘাত প্রতিঘাতের গল্পে তৈরি হয়েছে চলচ্চিত্রটি।

এতে শম্পার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান।  

বিনা কর্তণে ছাড়পত্র পাওয়া চলচ্চিত্রটির গল্প, নির্মাণ এবং অভিনয় শিল্পীদের কাজের প্রশংসা করেছেন সেন্সর বোর্ড সদস্যরা। তাদের কথায় গতানুগতিক ধারার রোমান্টিক গল্পের চলচ্চিত্র নয় বলেই এটি ভালো লেগেছে।

এদিকে,জুটিবদ্ধ প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাওয়ায় শম্পা বলেন, খুবই ভালো লাগছে, কারন সুপার হিরো-হিরোইন প্রতিযোগিতায় অংশগ্রহনকালে প্রতিযোগিদের মধ্যে চমত্কার বোঝাপড়া গড়ে উঠেছিলো। তাই একসঙ্গে কাজ করলে কাজটি অবশ্যই ভালো হবে বলে জানতাম।

আজ সেই স্বপ্ন পূরণ হল।   সাগর বলেন, আমার প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে বলে আমি খুবই এক্সাইটেড। যেহেতু চমত্কার গল্পের চলচ্চিত্র, তাই আমার বিশ্বাস দর্শক সহজেই এটি গ্রহন করবে।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।