আমাদের কথা খুঁজে নিন

   

OCR বা ইমেজ থেকে লেখাকে টেক্সটে রুপান্তরিত করুন।

সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। টিটি ভিজিট করি সেই অনেক দিন থেকে, কিন্তু হেল্প চাওয়া ছাড়া কোন টিউন এত দিনে চাওয়া হয় নি। আজ তাই আমার এই সল্প উপহার আপনারা সাদরে গ্রহণ করুন। আর ভুল-ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


OCR: অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (সাধারণত ওসিআর নামে ডাকা হয়) হাতে লেখা বা টাইপরাইটারে টাইপকৃত লেখার ছবিকে (সাধারণত স্ক্যানার দিয়ে স্ক্যান করা) কম্পিউটারে সম্পাদনাযোগ্য লেখায় অনূদিত করার যান্ত্রিক বা ইলেকট্রনিক পদ্ধতিকে বুঝায়। কম্পিউটার বিজ্ঞানের যে শাখাগুলো ওসিআর'র সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে: প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যান্ত্রিক দর্শন (মেশিন ভিশন)। (উইকিপিডিয়া থেকে)।
এখন এই ওসিআর এর কাজ এম-এস ওয়ার্ডের ২০০৭ ভার্শনে করা গেলেও একটু ঝামেলা। আর ওয়ার্ড ২০১০ এ করা যায় যত দূর আমি জানি।

তাই এর জন্য ভাল এপ্লিকেশন খোজা শুরু করলাম। যে রিডারটা পেলাম সেটা নাকি খুব ভাল- নামটা হল...ABBYY FineReader 11 Professional Edition রিডার। কিন্তু ব্যাবহার করার কোন সাধ্য নেই। কারন, এখানে। তবে যদি কেউ ক্রা-ক দিতে পারেন ক্রিতার্থ হতাম।


এবার আসল কথা হল, আমি অনেক খুজে একটা ফ্রি এপ্লিকেশন পেয়েছি। সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম.....................এটা আমি ব্যাবহার করে দেখেছি। তাদের অফিসিয়াল ওয়েব এখানে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।