ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।
প্রত্ন-প্রজাতির কঙ্কালে কঙ্কালে হাড়ের ওঙ্কার
সর্বনাশা নৈরাজ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে
ছায়া-প্রেতিনী ডুগডুগিতে বাজায় নষ্ট দ্রাঘিমার গলি-উপগলি
মেধা তুমি কি জানো, মানুষ কোথায়?
ঈশ্বরের ব্যাকরণ কে কোথায় কতটুকু বুঝেছে?
কিংবা কতটুকু জানো
চাঁদের কলঙ্কপ্রভায় আছে জন্মদাগের বিন্দু
বিন্দুটি শুক্রানু—
যা বোঝে গর্ভের যন্ত্রণায় রমণমথিত কুমারী!
তারাও ছিলো আমার মা, বোন বা স্ত্রী
ভুলেছো কি তাদের নাম বা সংখ্যা— কমবেশী দুইলাখ।
সুশীল মমি তোমরা খেতেই পারো সভ্যতার উলুধ্বনি
আমি এক না-মানুষ, বলতেই পারি
শশী ডাক্তার! তোমার মনে নাই সূর্যের কুসুম!
২০.০৯.২০১৩│১১.২১│ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।