ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে আজ আর কেউ বলেনা........................... ..............."আমার সোনার জন্য লাল টুকটুকে বউ এনে দিবো"..... যে দিন লাল টুকটুকে বউ চাওয়ার ছিলনা..... যে দিন বউয়ের কথা শুনলে পালাতাম ঘরের ভিতর...... যে দিন লজ্জায় লাল হয়ে যেতাম, কান্নায় ভাসাতাম বুক..... .............পাড়ার সুন্দর সুন্দর নতুন বউয়েরা সেদিন বলতো........... আমার বর কোথায়........ বউ এসেছে পালালে কোথায়....... কিরে আমার করবিনা বিয়ে....... ........................আজ আর কেউ বলেনা..... আজ বউয়ের কথা তুললে, ধেয়ে আসেন মা................ নিজে চলার মুরোদ নেই বউ পুষবে............... এই শোনো বলে কি কথা............বিয়ে করবে...... দাদী চাচীরা বলে ......... .........দুই দিনের ছেলে বলে কি........আজোও নাক টিপলে দুধ বের হয়... সুন্দর সুন্দর বউয়ের দিকে চোখ তুলেও আজ তাকাতে পারিনা................ আজ আর কেউ বলেনা.......................... ......আমার সোনার জন্য লাল টুকটুকে লক্ষী বউ এনে দেই....... আজ কেউ এসে বলে না..........আমার বর কোথায়....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।