ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রভাব বলয়ে থাকা আইসিসির ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির তৈরি খসড়া প্রস্তাবে রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দেশকে টেস্ট খেলতে না দিয়ে সহযোগী দেশগুলোর সঙ্গে আইসিসি কন্টিনেন্টাল কাপে খেলানোর প্রস্তাব রাখা হয়েছে।
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনা বাস্তবায়িত হলে কমপক্ষে আগামী চার বছর টেস্ট খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের।
মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সভায় তিন প্রভাবশালী দেশের খসড়া প্রস্তাবে ওপর আলোচনার সময় নিজেদের অবস্থানের কথা জানায় বিসিবি।
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনার বিরুদ্ধে ঢাকায় ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ।
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তিনি দাবি করেন, পূর্ন সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই এই বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান নেয়।
বিসিবিসহ অন্যান্য বোর্ডের বিরোধিতার মুখে আইসিসির খোলনলচে পাল্টে ফেলতে তিনটি প্রভাবশালী বোর্ডের 'বিতর্কিত' খসড়া প্রস্তাব ভোটাভুটির জন্য সভায় ওঠানো হয়নি।
দুবাইতে মঙ্গলবার আইসিসির ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সভায় এ নিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তর্ক-বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী মাসে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।