আমাদের কথা খুঁজে নিন

   

তবু স্বস্তিতে নেই টাইগাররা

একটি নতুন সকালের প্রত্যাশা নিয়ে মিরপুর টেস্টের প্রথম দিন ঘরে ফিরেছিল টাইগাররা। গতকাল সূর্য ওঠার পর দেখা গেল সকালটা সত্যিই নতুন। সুযোগের অভাব নেই। দুর্ভাগা কেবল বাংলাদেশ। মরুর রুক্ষ বুকে 'হঠাৎ বৃষ্টি'র মতোই সুযোগ এসে ধরা দিল।

কিন্তু সুযোগগুলো লুফে নিতে ব্যর্থ হলো অসতর্ক বাংলাদেশ! এরপর শত সতর্কতাও শুধরাতে পারল না ভুলগুলো। ভুলের মাশুল গুনতে হলো প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে একটি সেঞ্চুরি আর দুটি হাফসেঞ্চুরি উপহার দিয়ে। দিন শেষে মরীচিকা হাতড়ে খুঁজে পাওয়া পাঁচটা উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো টাইগারদের। ততক্ষণে বাংলাদেশের ২৩২ রানের বিপরীতে লঙ্কানরা তুলে নিয়েছে ৩৭৫ রান। দ্বিতীয় দিন শেষেই ১৪৩ রানের লিড।

প্রথম দিনের অতি বাউন্সি উইকেটটা হঠাৎ করেই যেন লঙ্কান ব্যাটসম্যানদের এনে দিল বাড়তি সুবিধা। মুশফিক বাহিনী ভেবেছিল উইকেটটা স্পোর্টিং। অন্যদিকে লঙ্কান অধিনায়ক ম্যাথিউস উইকেটে দেখেছিলেন ব্যাটসম্যানদের জন্য বাড়তি সুযোগ। প্রমাণ হলো, ম্যাথিউসই ঠিক। সিলভা-সাঙ্গাকারা-কারুনারত্নে অধিনায়ককে সঠিক প্রমাণ করতে কোনো কসুর করেননি।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো কৌশল সিলভা অবশ্য সহযোগিতা পেয়েছেন টাইগারদেরও। ৩৯ রানেই সাজঘরে ফিরতে পারতেন সিলভা। আল আমিনের বলে দারুণ একটা ক্যাচ মিস করেন অধিনায়ক মুশফিক। সুযোগ এসেছিল সিলভার ৪২ রানেও। আল আমিনের ফুলটস বলে ড্রাইভ করতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন সিলভা।

অপরাধী এবার শামসুর রহমান। অধিনায়কের দেখানো পথটাই অনুসরণ করলেন তিনি! এ ছাড়াও আরও দুটি সুযোগ দিয়েছিলেন টাইগারদের। একই দিনে চারবার জীবন পেয়েছেন সিলভা। সকালটা সুন্দর করার যে স্বপ্ন দেখিয়েছিলেন সাকিব আল হাসান, তা পূরণ হয়নি। তবে বাংলাদেশের ভক্তদের জন্য আনন্দের প্রথম উপলক্ষটা এনে দেন সাকিবই।

৩৮তম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে রক্ষণাত্দক ভঙ্গিতে খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন কারুনারত্নে। এবার ভুল করেননি ফিল্ডার রবিউল। লঙ্কানরা ততক্ষণে ১১৮ রান সংগ্রহ করেছে। ৩৯ ও ৪২ রানে দুবার জীবন ফিরে পাওয়া কৌশল সিলভা সুযোগটার পুরো সদ্ব্যবহার করলেন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন এই লঙ্কান ব্যাটসম্যান।

২৪৪ বলে ১৩৯ রানের ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছয়। লঙ্কানদের প্রথম ইনিংসে দুটি জুটিই বিপদে ফেলেছে বাংলাদেশকে। প্রথমটি ১১৮ রানের (কারুনারত্নে ও সিলভা)। দ্বিতীয়টি ১৫৫ রানের (সিলভা ও সাঙ্গাকারা)। সাঙ্গাকারা ৭৫ রান করে সাজঘরে ফিরেছেন।

কিন্তু বর্তমান টেস্ট ক্রিকেটে সাঙ্গাকারার মতো ভয়ঙ্কর ব্যাটসম্যান কমই আছে। সাঙ্গাকারার উইকেটটা পেয়ে দিনের গ্লানিগুলো মুছতে চেষ্টা করেছেন আল আমিন! বাংলাদেশও হয়তো কিছুটা স্বস্তি খুঁজতে চেষ্টা করেছে। কিন্তু অস্বস্তি তো রয়েই গেল। উইকেটে এখনো জয়াবর্ধনে। লঙ্কান ব্যাটিং লাইনের অন্যতম স্তম্ভ।

৪২ রানে উইকেটে টিকে থাকা জয়াবর্ধনে আজ টাইগারদের জন্য কতটা অসুবিধার সৃষ্টি করেন, তা মাঠেই প্রমাণ হবে। তবে আল আমিন সংবাদ সম্মেলনে কিছুটা দৃঢ়তা নিয়েই বলে গেলেন, অন্তত সাড়ে চারশর আগে লঙ্কানদের রুখতে চায় বাংলাদেশ। তারপরও লিড চলে যাবে আড়াইশতে। উইকেটটা ফ্ল্যাট। ব্যাটিংয়ের উপযোগী।

এই ফাঁকেও বোলার হিসেবে সফল সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার কারুনারত্নে, সিলভা এবং চন্ডিমলের উইকেট শিকার করে আক্রমণের সম্মুখভাগেই ছিলেন। বিপরীত দিকে রবিউল-আল আমিন-রুবেল পেসার ত্রয়ী ছিলেন পুরোপুরিই ব্যর্থ। প্রথম দিনের উইকেটে লঙ্কান পেসাররা যেমন বাউন্স পেয়েছেন তার সুবিধা নিতে পারেননি তারা। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়ে ব্যর্থতা টাইগারদের জন্য মিরপুর টেস্টের হিসাব জটিল করে তুলল।

তবে শেষ পর্যন্তও টেস্ট বাঁচানোর লক্ষ্যে খেলবে বাংলাদেশ। গতকাল দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমন ঘোষণাই দিয়ে গেলেন আল আমিন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।