আমাদের কথা খুঁজে নিন

   

রম্য-টেকি পোস্টঃ "কিভাবে ফেবুতে বেল আপলোড করবেন?" (বরাবরের মতোই শিশু এবং অতিশয় রুচিশীলদের জন্য নয়)

আমি খুবই নিরীহ একটি প্রাণী। আমর দুটি করে চোখ, কান, হাত ও পা আছে। আমার একটি নাক ও একটি মুখ ও আছে। শরীরে লাল রক্ত আছে, বুকের মাঝে একটি হৃদয় ও আছে বোধ করি।

কিছু কিছু মানুষের ফেসবুকে ছবি আপলোড করার ভীষণ রকমের বাতিক আছে, পৃথিবীর যাবতীয় সব কিছুর ছবিই এরা ফেবুতে আপলোড করতে চায়।

আমার আজকের লেখা তাদের জন্য।



শিরোনামঃ
কিভাবে ফেবুতে বেল আপলোড করবেন?

প্রয়োজনীয় যন্ত্রপাতিঃ
১। একটি ধারালো যন্ত্র।
২। একটি সাদা কাগজ।


৩। অন্তত ২ মাস বয়সী কিছু বেল।
৪। হাই ডেফিনিশন ক্যামেরা।
৫।

নেট কানেকশনসহ একটি পিসি।
৬। নিজের একটি ফেবু একাউন্ট।

কার্জপদ্ধতিঃ

ধাপ-১
প্রথমে ধারালো যন্ত্রের সাহায্যে গাছের গোঁড়া থেকে কয়েকটি বেল কেটে আনুন।

ধাপ-২
এবার কাটা বেলগুলিকে সাদা কাগজের উপরে সুন্দর করে সাজিয়ে রাখুন।



ধাপ-৩
এখন ক্যামেরা দিয়ে ঘ্যাচাং করে ৪/৫ টা ছবি তুলে ফেলুন। এবং তার ভিতর থেকে সবথেকে ভালো ছবিটি বেছে নিন।

ধাপ-৪
যেহেতু আপনার বেলের ছবি এখন প্রস্তুত, তাই সময় নষ্ট না করে পিসি চালু করে ফেলুন।

ধাপ-৫
এখন ফেবুতে প্রবেশ করে, আপনার পছন্দনীয় ছবিটি আপলোড করে দিন। সুন্দর সুন্দর বেলের ছবি ফেবুতে প্রকাশ করুন, আর লক্ষ লক্ষ লাইক ও কমেন্ট সংগ্রহ করে নিন।



ফলাফলঃ
আপনার বেলের ছবি আপনি প্রকাশ করবেন, তাতে কার কি আসে যায়। লক্ষ লক্ষ লাইক দেখে আপনার হাজার হাজার বন্ধুর ভিতর থেকে সঠিক আবেলদের চিনে নিন। কমেন্ট যার যার ব্যাক্তিগত বিষয়, কমেন্ট থেকে আপনার গোপন শত্রুদের চিনে নিন, এবং দরকার হলে তাদের ব্যান করার মাধ্যমে শাস্তি প্রদান করুন।

সাবধানতাঃ
১। বেল কাটতে যেয়ে ভুলেও গাছ কেটে ফেলানো ঠিক হবেনা।


২। বেলগুলোকে সাজানোর সময় আপনার ক্রিয়েটিভিটির পরিচয় দিন।
৩। প্রয়োজনে তাপ প্রদান করে আপনার প্রিয় বেলগুলোকে পাকিয়ে বাকিয়ে নিতে পারেন।
৪।

পচা কমেন্ট দেখে অনুৎসাহিত হবেন না।

মন্তব্যঃ
এই অংশটি পাঠকদের জন্য তোলা থাকলো।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।