আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র-ছাত্রীর বদলে উন্নত জাতের ১২টি গরু

সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। কথায় আছেন দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো। কিন্তু এখন থেক মনে হয় বলতে হবে স্কুল ভরা ছাত্র-ছাত্রীর চেয়ে গরুর গোয়াল ভালো! গত শনিবার একটি ঘটনার কথা প্রকাশিত হয়েছে স্থানীয় একটি দৈনিকে। ঘটনার বিবরণে প্রকাশ, প্রভাবশালী ব্যক্তিরা পাবনার ফরিদপুরে সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত একটি বেসরকারি বিদ্যালয় অবৈধভাবে দখল করে নিয়েছে। শুধু দখল করেই তারা ক্ষান্ত হয়নি; বিদ্যালয়টিকে বন্ধ করে দিয়ে গরুর গোয়ালে পরিণত করেছে।

জী হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন, গরুর গযয়ালে পরিণত করেন। অর্থাত্, রাতের আঁধারে বিদ্যালয়টি দখলের পর উন্নত জাতের এক ডজন গরু সেখানে বেঁধে রেখেছে। বিদ্যায়তনকে গরুর গোয়ালে পরিণত করবার ঘটনা সম্ভবত: বিশ্বে এটাই প্রথম। সুতরাং, এ জাতীয় অভিনবত্বের যারা প্রতিষ্ঠাতা, প্রণেতা বা উদ্যোক্তা তাদের নাম গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেলেও আশ্চর্যান্বিত হওয়ার কিছু থাকবে না নিশ্চয়ই! ২০০৯ সালে সংশ্লিষ্ট এলাকার তিনজন উদ্যমী যুবক জমির মালিকের নিকট হইতে ২০ শতক জমি ভাড়া নিয়ে যে বিদ্যালয়ের জন্ম দিয়েছিলো সেটা তাদের নিষ্ঠা ও একাগ্রতায় অল্পদিনে অত্যন্ত সুনাম অর্জনে সমর্থ হয়। দশজন শিক্ষকের নেতৃত্বে প্রায় তিনশত ছাত্র-ছাত্রী ঐ বিদ্যালয়ে অধ্যয়নরত।

এই সব শিক্ষার্থীর ভবিষ্যত্ সম্পর্কে সামান্যতম উত্কণ্ঠা বা চিন্তা-ভাবনা থাকলে এ ধরনের বিবেকহীন কান্ড জমির মালিকেরা নিশ্চয়ই করতে পারতো না। কোথায় শিক্ষা প্রতিষ্ঠান আর কোথায় গরুর গোয়াল! মানুষ্য তৈরির পথ পরিহার করিয়া গরু তৈরির এই উদ্ভট পন্থা বিবেকসম্পন্ন মানুষ মাত্রকেই ক্ষুব্ধ না করিয়া পারিবে না। বাংলাদেশে নিত্যদিনই কোন না কোন অভিনব ঘটনা ঘটে! এ সকল অভিনব ঘটনা যদি কালে-ভদ্রে ঘটতো তাহা হলেও লোকেরা মনকে খানিক শান্তনা দিতে পারত। কিন্তু এখন এমন অবস্থা যে কোন ঘটনার প্রতিবাদ করবো আর কোথায় প্রতিবাদ করবো সেটাই বুঝতে পারছি না! সূত্র: ইত্তেফাক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।