একটা আশ্রয় দরকার-
খড়ের চালা, পাট কাঠির বেড়া হলেও চলবে ;
চাইনা কাঠের তক্তপোষ, মাটিই সই ।
খোলা দরজা, জানালার বদলে ফোঁকর ।
একটা মানুষ চাই-
হোক সে নারী অথবা পুরুষ ;
যেই হোক- চাই মনোযোগী, আদ্র শীতার্ত চোখ ।
শুনুক, বুঝুক- আমার আমিতে বসত গড়ুক ।
চাই খানিকটা সুসময়-
রৌদ্রজ্জ্বল দিন আর কতগুলো হাসিখুশি মুখ ;
খোলা হাওয়ায় দিনময় ঘোরাঘুরি,
অলস বিকেলে তোমার আমার সলজ্জ লুকোচুরি ;
আর গভীর রাতে ছুটবে কথার রেলগাড়ি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।