আমাদের কথা খুঁজে নিন

   

আমি তার কাছ ঋণী, যে আমাকে তার রাজমহল দেখিয়েছে // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আমি তার কাছে ঋণী, যে আমাকে ভালোবাসা দিয়েছিলো
ভালোবাাসার উত্তাপে সুপ্তবৃত্তির বিকাশ করেছিলো
আমি তার কাছে ঋণী, যে আমাকে একটি গোলাপ দিয়েছিলো
গোলাপের ঘ্রাণে প্রেমভরা একটি মন দিয়েছিলো।
আমি তার কাছে ঋণী, যে আমাকে চুমো খেয়েছিলো
চুমোর সাথে সাথে দিয়েছিলো একটি চুমোর অনুমতি, সেই চুমোর
স্পর্শে পৃথিবীর গভীর থেকে পুলকের পাখিরা অঙ্কুরিত হয়েছিলো।



আমি তার কাছ ঋণী, যে আমাকে আকাশ দেখা শিখেয়েছে
আমি তার কাছ ঋণী, যার সান্নিধ্যে আমি স্বর্গের অগ্রিম আভাস পেয়েছিলাম
আমি তার কাছে ঋণী, যে আমার হাতে হাত রেখে বললো, এইলগনটুুকু অবিনশ্বর,
আমি তার চোখে চোখ রেখে দেখলাম, পৃথিবীর ভিতর আজব এক মানবীর চোখ।

আমি তার কাছে ঋণী, যে তার সমুদয় সাম্রাজ্য আমার নামে লিখে দিয়েছিলো,
আমি তার কাছ ঋণী, যে আমার তার রাজমহল দেখিয়েছে,
যে আমার রাজভোগ মুখে দিয়ে বলেছিলো, আর কোনো রাজদ্বারে যাতে ভিক্ষা না মাগি।
২৮.০১.২০১৪
আমি তার কাছ ঋণী, যে আমাকে তার রাজমহল দেখিয়েছে //
শাফিক আফতাব //

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।