প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
আমি আর পথ খুঁজে পাই না, পথগুলিই থেমে গেছে, পথেরা আজ দুষ্ট,
তারা পথিকের কাছে ঘুষ খায়, তার পথিকের সাথে গোপণ চুক্তি করে
পথ নিজে নিজেই পরিচ্ছন্ন হয়, পথিক সে পথে চলে যাতে হয় তুষ্ট
তার জন্য পথের কত ফাঁদ, কলাকৌশল, হুমকি। অন্যসব অকাল মরে।
'পথ পথিকের সৃষ্টি করেনা, পথিকই পথের সৃষ্ট করে'__আজ এই তথ্য
উল্টো। এর সর্বশেষ সংস্করণ, পথই পথিকের সৃষ্টি করে। পথিক যদি
পথের না ঢালে অর্থ, ঘুষ, উপহার আর সম্মানী, পথ অকথ্য
ভাষায় গাল দেয়, পথ দেখাবে যে তাকে দিতে হবে মোটাটাকা, প্রতিবাদী
যদি আবার হতে চাও, তোমাকে না খেয়ে মরতে হবে, নইলে লালঘরে
আজ পথ খুঁজে পাই না । চোখ কম দেখি, না পথগুলো আঁধারে
ছেয়ে গেছে, পথেরা তাদের সালামী ছাড়া আমাকে দেখাবে না
জীবনের সহজ সরল পথ, আমি মুখ থুবড়ে পথ থাকি, মনে অথই বেদনা।
পথভুলে আজ কোথায় কোন অজনা ভাগাড়ে এসে পড়েছি, পথ হারিয়ে আজ
ধুকে থুকে কেদে মরছি।
কী বহাল তবিয়তে চলছে আমাদের দেশ, সমাজ।
২৯.০১.২০১৪
পথ
শাফিক অাফতাব...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।