আমাদের কথা খুঁজে নিন

   

অলস সময়ের কথা মালা ।

কিছুই বলার নাই

১।

আজ পূর্ণিমা,
আকাশে ভালবাসার চাঁদ,
আজ আমারা অনেক দূরে,তাই এ লিখছি কবিতা তোমাকে।
আর কিছুদিন পরে,
যখন থমকে যাবে সময় চিরতরে,
নির্ঘুম রাত শেষে বৃদ্ধ বয়সে চলতে হবে আমাদেরকে।
আমরা থাকব দুজন অনেক অনেক দূরে,
হইতো কাজহিন সময়ে মেটাতে পুরানো স্মৃতি গুলো উকি দেবে মাথাতে।
কি আসে যায় বল ?
তুমি যেমন নেই,আমিও নেই।


থাকা না থাকার কোন মূল্য নেই।
জীবনের গানের খাতার লিখা কবিতা ছন্দ আজ হারিয়ে গেছে,
হেরে যাওয়া পথিকের শরীরের ঘাম শুকিয়ে গেছে,
জীবনের শেষ জীবনে তাই পাওয়া না পাওয়া থেকে,
বেঁচে থাকার সংগ্রামই বেশি ।

২।
রাত শেষ হলে ক্লান্ত পথে
নির্ভীক ছুটে চলব
ভোরের কুয়াশায় ঝিকিমিকি
সূর্যের আলোতে
প্রেয়সির ঠোঁটের লিপস্টিকে
আমার ভালবাসার ছোঁয়া লাগাব ।
আজ ভোর হবে,রাত্রি আজ শেষ হবেই
খাঠের গোঙ্গানিতে
ঘুম ভাঙ্গবে শহরবাসির
এই তীব্র শীত
আজ হার মানবেই
আজ রাত পোহাবেই
সহবাসের উষ্ঞতায় হার মানবে পৃথিবী
আজ জন্ম নিবেই ভবিষ্যৎ
প্রেয়সীর গর্ভে আজ আসবে নতুন স্বপ্ন
রাত আজ শেষ হবেই
নতুন স্বপ্ন আসবেই
নতুন ফুল ফুটবেই ।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।