কোথায় গেলে বুদ্ধিজীবি'র লাইসেন্স পাওয়া যায়, সুশীল সমাজের বড় মেম্বার হওয়া যায়.।
আরে ভাই একটু থামেন এবং ভাবুন...
সিনারিও ১ : ক'দিন আগেও আইসিসি'র দ্বিস্তর টেস্ট প্রস্তাব নিয় আমরা ফেসবুকে কত বুলি আওড়াইলাম, কত আন্দোলন করলাম। আমাদের প্লেয়ারদের ভবিষ্যত সংশয়ের মুখে পড়ায় আমাদের কত উদ্বেগ ছিল। সাকিব,তামিম দের পুরানো রেকর্ড ঘেটে আফসোস করছিলাম যে এমন প্লেয়ারদের হারাতে বসবো কি আমরা??
সিনারিও ২ : শ্রীলঙ্কার সাথে আসন্ন টেস্ট সিরিজে আইসিসি কে দেখিয়ে দিয়ে আমরা জয় নিয়ে মাঠ ছাড়বো আর ।
সিনারিও ৩ :১ম টেস্ট শুরু ।
আমরা শ্রীলঙ্কার কাছে পুরোপুরি বিদ্ধস্থ হলাম। আমরা আমদের নামের প্রতি একদমই সুবিচার করতে পারিনি। তামিম ভয়াবহ রকমের ফ্লপ করল। ফলশ্রুতিতে আমরা তামিমের পরবর্তী টেস্ট খেলতে দিতে নারাজ । ক্রিকেটরঙ্গে অনেকের পোস্টে রীতিমত
তামিমের সমালোচনা উল্লেখিত হচ্ছে।
আরে ভাই, আমরা জানিই তো তামিম আমাদের টীমের কি ধরনের এসেট। তার স্বভাবজাত মারমুখী চেহারা সবারই চেনা, কিন্তু তার অ্যাগরেসিভ ব্যাটিং টা একটু বেশিই পরিলক্ষিত হয়েছে শেষ দুই ইনিংসে যা ছিল অপ্রয়োজনীয় শটস খেলা।
সিনারিও ৪: একটি টেস্ট খারাপ করায় যদি আমরা তামিমের সমালোচনায় মুখর হইএবং পরবর্তী ম্যাচ না খেলানোর পক্ষে মত দেয়। চিন্তা করুন, তাহলে আইসিসি(ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) মোড়লেরা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে লাটিম ঘুরালে কেমন এক
রোখা পদক্ষেপ হয়ে যায়। তামিমের প্রতি এরকম সমালোচনা করাও আইসিসির সিদ্ধান্তের মতকে প্রশ্রয় দেয়।
--- আমাদের কাজ বাংলাদেশ ক্রিকেট টীমকে সর্বক্ষন সাপোর্ট দেওয়া। তাদের জয়ে , পরাজয়ে সবসময় সাথে থাকা। চিন্তা করুন, তামিমের ব্যাটিং তথা পুরো বাংলাদেশ টিমের ব্যাটিং ব্যার্থতায় তারা কতটা অনুতুপ্ত। তাদেরকে সু্যোগ দিব আবার ভালো করার জন্য আর আমাদের থাকবে ক্রিকেট টাইগারদের সাথে একত্ততা সবসময় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।