আজ মাঝ রাতে আর একটি নক্ষত্রের উথ্থান ঘটবে অভাবী আকাশ সীমায়। নিশি শব্দে কাবু হওয়া জনতাকে হিম্মত জোগাবে এ নক্ষত্রের রশ্মি । সূর্য পালানোর পর থেকে উর্ধ্বমূখী চোখ; অপলক বিস্ময় নিয়ে অপেক্ষা । নতুন পথ থেকে নতুন মতের আভাস পেলে অন্তরে মুদ্রিত ইচ্ছেগুলো খুলে দেবো-খাঁচা খোলা পাখির মতোন ডানা ঝাপটে সৌরভ ছড়াবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।