আমাদের কথা খুঁজে নিন

   

ডার্টি ফাস্ট নাইট। সত্যিই ডার্টি। আসেন কিছু মজার মজার ডার্টি কিচ্ছা শুনি।

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। ডার্টি ফাস্ট নাইট। সত্যিই ডার্টি।

আসেন কিছু মজার মজার ডার্টি কিচ্ছা শুনি। থার্টি ফাস্ট নাইট এ কেউ কেউ খুবই আনন্দ পাইলে ও এই নাইট এ কিন্তু অনেক ডার্টি ঘটনা ঘটে। আসেন ঐ রকম কিছু ঘটনা শুনি 1. গত বছর আমার পাশের বাসার ছাদে একটা আংকেল মদ খাইয়া মাতাল হইয়া নাচতে নাচতে লুঙ্গী খুইলা ফালাইছিল। 2. কয়েক বছর আগে দেখসিলাম একপোলা মদ খাইয়া মাতাল হইয়া ব্যালেন্স হারাইয়া ওর জিন্স এর প্যান্ট এ পেশাপ কইরা দিসে। শুধু পেশাপ কইরা ও ঠান্ডা হয় নাই।

ঐ পেশাপ ভরাইয়া দেওয়ার জন্য সবাইরে দৌড় এর উপর রাখসে। 3. একপোলারে দেখসি জোস এ তার মেয়ে বন্ধুরে মদ খাওয়ায় দিসে। মেয়েটা মদ খাইয়া বমি করতে করতে অনুস্ঠান টাই বাতিল কইরা দিসে। 4. মদ খাইয়া উত্তেজনায় "প্রায় উলঙ্গ" হয়ে গেসে এমন মেয়ে প্রায়ই দেখা যায়। ছেলেদের উলঙ্গ হওয়া তো খুবই সাধারন ঘটনা 5. আতশবাজীর রকেট ভুল পথে উইড়া কত মানুষের যে লুঙ্গির ভিতরে ঢুকসে তার হিসাব নাই।

6. কত নিরিহ মেয়ে যে আজকে যৌন নোংরামী বা দৈহিক নোংরামী এর শিকার হবে। 7. কত খারাপ মেয়ে যে আজকে যৌন নোংরামী বা দৈহিক নোংরামী করবে। 8. কত খারাপ ছেলে যে আজকে যৌন নোংরামী বা দৈহিক নোংরামী করবে। 9. মদ খেয়ে বমি করে ভাসিয়ে গান্ধা সাগর বানানো খুবই কমন বিষয়। 10. কোন ফুর্তিবাজদের জটলার মধ্যে ভুল করেও যদি স্টুপিড মেয়ে ঢুকে পড়ে তবে ঐ স্টুপিড মেয়েকে নিয়ে যা যা নোংরামী করা হবে তা না হয় না লিখলাম।

এরপর ও কি কেউ দাবী করবেন থার্টি ফাস্ট নাইট, ডার্টি ফাস্ট নাইট না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।