আমাদের কথা খুঁজে নিন

   

কফি হাউস টেলিফিল্ম ও কিছু কথা

নিরপেক্ষভাবে লিখেযেতে চাই..

চোখের অশ্রু কেন অবাধ্য হয়? আবেগ কেন উথলে উঠে যখন তখন? আর কেনই বা বুকের গহিনে ডেউ খেলে যায় সেই আবেগ? আবার কখনো কখনো মাথাছাড়া দিয়ে উঠে কেন জানিনা। নিরুপায় বিবেক কেন স্বগোতোক্তি করে যায় একাকী। কেন আনমনে নিজের সাথে নিজের বোঝাপাড়া করতে এতোটা ভালো লাগে? কেনই বা পাহাড়সম বেদনার দীঘশ্বাসগুলো কোথা থেকে ভেসে এসে আছড়ে পড়ে বুকের পরে? এমনি কতগুলো প্রশ্নের উত্তর যখন আমি প্রতিনিয়ত খুজেবেড়াচ্ছি; ঠিক তখন যদি কেউ সেই একই প্রশ্ন ছুড়ে দেয় তখন আমার কী আর করার থাকে চোখের পানি বিসজন দেয়া ছাড়া! কখনো আমি চাইনা চোখের অশ্রু আমার অবাধ্য হোক। যত বড়ই হোক একান্ত নিজের মধ্যেই হজম করতে চাই সেই ব্যাথাগুলো। তবুও কখনো কখনো তা আর হয়ে উঠেনা।



গতকাল রাতের কথা। তখন রাত ৩টা বেজে ৫মিনিট। যখন চেতনার জগতে ফিরে এলাম; চেয়ে দেখি বালিশটা ভিজেগেছে। দু’চোখ থেকে নামা অশ্রুধারা দু’গালবেয়ে মুখের ভেতর প্রবেশ করেছে। কতক্ষণযাবত গিলেছি এই নোনা পানি তা জানিনা।

আজ দু’দিনযাবত টেলিফিল্মটা দেখছি। মান্নাদে’র লেখা ‘কফি হাউজের সেই...’ গানকে অবলম্বন করে রচিত ‘কফি হাউজ’। মান্নাদের লেখা গানটাকে এই টেলিফিল্মের হুবহু স্কৃপ্ট বলা যায়। রাত ১০টার দিকে শুয়েছিলাম। কিন্তু ব্যথার যন্ত্রণায় ঘুম আসছিলোনা।

তাই ল্যাপটপটা বুকের উপর রেখে শুয়ে শুয়েই দেখছিলাম ‘কফি হাউজ’। সেই কফি হাউজ যেন কোন টেলিফিল্ম নয় বরং আমার জীবনেরই বাস্তব প্রতিচ্ছবি।

কেন জীবনটা এমন হয়! হতাশা কেন জীবনটাকে চারিদিক থেকে পোশাকের মতো জড়িয়ে রাখে! আশাগুলো কেন নিরবে কাঁদে! কেন স্বপ্ন দেখে অপূণতার বেদনায় দিন কাটে! মানুষ কেন এমন হয়! বন্ধুরা কেন এতোটা স্বাথপর হয়! এরই মাঝে কিছু লোকও বা কেন এতোটা নিঃস্বাথ হয়! জীবনের প্রয়োজনে মানুষ কেন এতোটা দুরে সরে যায়! স্মৃতির ক্যানভাসে বাঁধাই করা অতীতগুলো কেন বারবার ফিরে আসেনা! গতকালের অবলম্বনকে আজ কেন অচেনা মনেহয়! কেন চোখের সামনে ভেসে আসা পুরোনো দিনগুলো আমাকে কাঁদায়! পুরোনোকে নিয়ে স্মৃতিমন্থন করতে গেলে হৃদয় কেন ফুঁফিয়ে কাঁদে!
(২১ জানুয়ারি ২০১৪ইং এর পোস্ট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।